Malda Road Accident : মালদা জাতীয় সড়কে অটো-চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৩ – malda 81 national highway accident seriously injured 3


জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। অটো এবং চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৩ জন। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল হরিশ্চন্দ্রপুরগামী ৮১ নং জাতীয় সড়কের বটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহি অটোটি। বটতলার কাছে বিপরীত অভিমুখ থেকে দ্রুত গতিতে একটি মারুতী ভ্যান সজোরে ধাক্কা মারে অটোটিতে।

কমবেশি অটোর প্রত্যেক যাত্রী জখম হয়েছেন বলে খবর। তবে তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন সুলতানা খাতুন (২২), পায়েল কর্মকার (২১) ও অটো চালক হান্নান আলি (৪০)।

TMC 21 July Shahid Diwas : সমাবেশ সেরে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, খড়গপুরে মৃত ১ তৃণমূল কর্মী
এদের মধ্যে সুলতানা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। তবে ঘটনার পরে মারুতি ভ্যানের চালক পলাতক বলে জানা গিয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করে চালকের তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মারুতি ভ্যানটি হরিশ্চন্দ্রপুরের দিক থেকে চাঁচলের দিকে যাচ্ছিল।

নিয়ন্ত্রণ হারিয়েই মারুতি ভ্যানটি মুখোমুখি অটোটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ৩ জন। দুর্ঘটনার ফলে অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় পুলিশকে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ।

Asansol News : স্টিয়ারিং হাতে হার্ট অ্যাটাকে মৃত্যু চালকের, দুর্ঘটনায় বাস
ভ্যানের চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে জাতীয় সড়কের উপর একের পর এক দুর্ঘটনার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এখানে ট্রাফিক সিগনাল রয়েছে। গোটা জেলার মধ্যে এটি অন্যতম বড় রাস্তা। কিন্তু এখানেই ঠিকঠাকভাবে সিগনাল কাজ করে না। ট্রাফিক পুলিশের ঠিকঠাক দেখা মেলে না। এই নিয়ে অনেকবার পুলিশে আমরা স্থানীয়রা জানিয়েছি। কিন্তু কাজ হয়নি। আর যতদিন না সব কিছু ঠিকঠাক হবে, ততদিন এভাবেই দুর্ঘটনা ঘটতে থাকবে।’

Juvenile Punishment : শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে ১০ দিন! লাইসেন্স ছাড়া অ্যাম্বুল্যান্স চালিয়ে শাস্তির মুখে কিশোর
স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক সিগনাল সিস্টেম ঠিকঠাক ভাবে না চললে এই পরিণতি হবে। স্থানীয়দের বক্তব্য, মাস দুয়েক আগেই এই এলাকায় একটি প্রাইভেট গাড়ি দুর্ঘটনায় পড়ে। গাড়িটি যাত্রী বোঝাই ছিল। দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে জখম হন ওই গাড়ির ৬ জন যাত্রী। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *