Trinamool Congress : ‘BJP পাগল হয়ে গিয়েছে… সাবধান থাকুন’, মন্তব্য তৃণমূল বিধায়কের – tmc president soumen kumar mahapatra criticises bjp over panchayat election violence issues


পঞ্চায়েত নির্বাচনে পর একাধিক অশান্তি ঘটনা সামনে আসছে। এবার তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর -১ গ্রাম পঞ্চায়েতের ১৬২ নম্বর বুথের ঘটনার প্রসঙ্গ নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সৌমেনকুমার মহাপাত্র BJP-কে ‘পাগল’ বলে কটাক্ষ করলেন।

বলেন, ‘BJP-র হাত থেকে রক্ষা পেতে হলে সাবধান হবেন। কারণ দিনের পর দিন BJP যেভাবে অত্যাচার করে চলেছে, তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর করে চলেছে তাতে করে BJP পাগল হয়ে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে।’

Trinamool Congress : ভোট শেষেও হুমকি থামছে না! তৃণমূল কর্মীর বাড়ির উঠোনে সাদা থান! শোরগোল
পঞ্চায়েত নির্বাচনের পরের দিন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়াকে প্রকাশ্যে অমানবিক ভাবে মারধর করার পর রবিবার তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর -১ গ্রাম পঞ্চায়েতের ১৬২ নম্বর বুথের তৃণমূল কর্মীকে মারধর, তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে চড়াও হয়ে বাড়িতে শিশুর খাবারের থালা ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

আক্রান্ত তৃণমূল কর্মী রাজেন্দ্র জানা বর্তমানে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর -১ গ্রাম পঞ্চায়েতের ১৬২ নম্বর বুথে জয়লাভ করেন BJP প্রার্থী তাপস ঘোড়াই। জয়লাভ করায় রবিবার বিজয় মিছিল বের করেন।

Murshidabad News : জিতে গিয়েও পেলেন না শংসাপত্র, জয়ী BJP প্রার্থীর পরিবর্তে সার্টিফিকেট প্রদান তৃণমূলকে! বিতর্ক
বিজয় মিছিল চলাকালীন তৃণমূল প্রার্থীর আত্মীয় ও পরিবারের লোকদের মারধর ও বাড়ির জিনিসপত্র তছনছ করা, খাওয়ার ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটে বলে অভিযোগ। সেই ঘটনায় আক্রান্তকে দেখতে সোমবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সৌমেন কুমার মহাপাত্র।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সৌমেনবাবু বলেন, ‘যারা রাজ্যে অশান্তির কথা বলছেন, যাদের কথা রাজ্যপাল শুনছেন, তাদের বলব BJP-র এই ধরনের ঘটনার ছবিগুলো দেখুন। BJP পাগল হয়ে গিয়েছে তাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাই BJP-র অত্যাচার থেকে বাঁচতে BJP থেকে দূরে থাকুন।’

TMC Martyr’s Day : শহিদ দিবসে তমলুকের BDO অফিসে গণ ডেপুটেশন BJP-র, অশান্তি এড়াতে মোতায়েন পুলিশ বাহিনী
তিনি আরও বলেন, ‘যেখানেই BJP জিতেছে, সেখানেই তাণ্ডব করছে। আমাদের কর্মী সমর্থকদের মারধর করছে।’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে BJP।স্থানীয় এক BJP নেতা বলেছেন, ‘নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে তৃণমূল আমাদের নাম নিচ্ছে। রাজ্যের জায়গায় জায়গায় গিয়ে বিধায়ক দেখে আসুন তৃণমূল বিরোধী দলের উপর কি ধরনের অত্যাচার করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *