Trinamool Leader : খোয়া গেল নগদ টাকাসহ মূল্যবান জিনিস, খোদ তৃণমূলের জয়ী প্রার্থীর বাড়িতে দুঃসাহসিক চুরি – trinamool leader house theft case police starts investigation


Bankura News : তৃণমূল নেত্রীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাঁকুড়ার সিমলাপালে। রবিবার রাতের এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় জনপ্রিয় তৃণমূল নেত্রী হিসেবে পরিচিত সুপ্রিয়া কর। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে তিনি সিমলাপাল পঞ্চায়েত সমিতির তিন নম্বর আসন থেকে লড়াই করে জয়ী হন। তাঁর স্বামী কল্যাণপ্রসাদ কর প্রতিষ্ঠিত একজন এলআইসি এজেন্ট। ওই দিন রাতে সিমলাপাল গোলাপবাগের তাঁদের বাড়িতে তালা ভেঙে চোরের দল ভিতরে ঢোকে বলে খবর। গৃহকর্ত্রী তথা তৃণমূল নেত্রী সুপ্রিয়া কর বলেন, ‘সোমবার সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনা জানতে পারি।

Uttar 24 Pargana News : চোরকে ধরিয়ে দিল ‘ভূত’! হাবড়া হাসপাতালে শববহনকারী ভ্যান চুরি ঘিরে ‘রহস্য’
আমার বাড়ি থেকে নগদ সাত হাজার টাকা, দোতলায় থাকা একজন ভাড়াটের বহুমূল্য ঘড়ি সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চোরের দল চম্পট দিয়েছে’। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ আছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গোটা ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ নিজেদের মতো করে তদন্ত করছে। পুলিশ খুঁজে বের করবে এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে। তবে আমাদের এলাকায় এই ধরনের চুরির ঘটনা এই প্রথম। আগে কোনোদিন শোনা যায়নি এই ধরনের চুরির ঘটনা’। ব্যাঙ্ক কর্মী তথা ওই বাড়ির ভাড়াটে সৌমিক বারুই বলেন, ‘আমিও রাতে কিছুই বুঝতে পারিনি।

Malda News Today : মালদায় দুই মহিলাকে ‘বিবস্ত্র করে মারধর’-এর ভিডিয়ো ভাইরাল! তুমুল তরজায় তৃণমূল-BJP
সকালে উঠেই চুরির ঘটনা জানতে পারি। তাঁর একটি ঘড়ি সহ অন্যান্য সামগ্রী চুরি হয়েছে। সকালে তাড়াতাড়ি অফিস যেতে হয় বলে রবিবার রাতে একটু আগেই ঘুমিয়ে পড়ি। সেই কারণেই নিঃশব্দে চোর চুরি করে গেলেও কোনও টের পাইনি’। পরে খবর পেয়ে তৃণমূল নেত্রীর বাড়িতে যায় সিমলাপাল থানার পুলিশ।

Post Poll Violence: রাতের অন্ধকারে আচমকা দাউ দাউ করে জ্বলে উঠল তৃণমূল কর্মীর বাড়ি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বলেই জানা গিয়েছে। তবে এই ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পরেই যা কিছু জানানোর, তা বলা হবে।

Bardhaman News : মেমারিতে নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি! অভিযুক্ত BJP
সূত্রের খবর, ওই বাড়িতে বা এলাকায় CCTV ক্যামেরা না থাকায় তদন্তে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকমাস আগে জেলারই ইন্দাস এলাকায় পরপর ৪ টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেই চুরির কিনারা আজও পুলিশ করতে পারেনি বলে অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *