অমানবিকতার নজির! নৈহাটি প্ল্যাটফর্মে পড়ে থাকা অসুস্থ বৃদ্ধের সঙ্গে ‘দুর্ব্যবহার’, সরব পুরপ্রধান


অসুস্থ অবস্থায় নৈহাটি রেলস্টেশনে কুঁকড়ে পড়েছিলেন এক বৃদ্ধ। প্রয়োজন ছিল তাঁর শুশ্রূষার। অথচ, সেই বৃদ্ধকে তুলে দেওয়া হল প্ল্যাটফর্ম থেকে। কার্যত জোরপূর্বক উঠিয়ে দেওয়া হল ট্রেনে। জিআরপির বিরুদ্ধে কার্যত এমনই অভিযোগ তুললেন Naihati Municipality-র চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। ঘটনায় নিন্দা একাধিক মহলে।

Bhangar News : এখনও আতঙ্ক ভাঙড়ে! স্বাভাবিক জীবন ফেরানোর দাবিতে পথ অবরোধ মহিলাদের
চরম অমানবিকতার নিদর্শন তৈরি হল নৈহাটি প্ল্যাটফর্মে। জিআরপি থানার চাঞ্চল্যকর অভিযোগ করলেন নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। তিনি জানান, অসুস্থ অবস্থায় নৈহাটি প্লাটফর্মে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় অশীতিপর বৃদ্ধকে হাসপাতালে না পাঠিয়ে তুলে দেওয়া হয়েছে চলন্ত ট্রেনে।

Dakshin 24 Parganas News: বাথরুমে ঢুকে ছাত্রীকে ধর্ষণ, তালা বন্ধ করে পালাল শিক্ষক!
এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নৈহাটি জিআরপি থানার বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার নৈহাটি জিআরপি থানার পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির কথা জানতে চান নৈহাটি পুরসভার পুর প্রধান অশোক চট্টোপাধ্যায়। কিন্তু নৈহাটি জিআরপি থানার পুলিশ আধিকারিক তার কোনও সদর্থক জবাব দিতে পারেননি বলে অভিযোগ।

Duttapukur School Incident: গার্লফ্রেন্ডকে উত্যক্ত করায় স্কুলের ভিতর ঢুকে ছাত্রকে মারধর! তুলকালাম দত্তপুকুরের স্কুলে
আর এই ঘটনায় ব্যাপক গুঞ্জন শুরু হয় স্টেশন চত্বরে। এই ঘটনায় নৈহাটি জিআরপি থানার পুলিশের চরম অমানবিকতার পরিচয় দিয়েছে বলে জানালেন নৈহাটি পুরসভার পুর প্রধান অশোক চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘ আমার ছেলের কাছ থেকে ঘটনাটা শুনি। ওই ভদ্রলোকের মরণাপন্ন অবস্থা ছিল। ওঁকে একটি হাসপাতালে একটু স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হলে ভালো হত। এটা অমানবিক কাজ হল।’

Uttar 24 Parganas News : ঘরেতে অভাব! ছ-মাসের শিশুপুত্রকে বিক্রি করল মা-বাবা!

রবিবার রাতে এক অসুস্থ বৃদ্ধ পড়েছিলেন নৈহাটি স্টেশনে। সাধারণত, অসুস্থ কোনও ব্যক্তি বা দুর্ঘটনার শিকার কোনও ব্যক্তিকে জিআরপির তরফ থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে একটি ভিডিয়ো (যাচাই করেনি এই সময় ডিজিটাল) দেখা যায়, সেই বৃদ্ধটিকে একটি ট্রেনে তুলে দেওয়া হয়। তাঁকে কোনও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা তো করা হয়নি, উল্টে তাঁকে একটি ট্রেনে তুলে দেওয়া হয়। সেই ব্যক্তির কোনও খোঁজ পাওয়া যায়নি বলে দাবি পুর প্রধানের।
ঘটনায় জিআরপি ভূমিকা নিয়ে নিন্দা প্রকাশ করেন পুর প্রধান অশোক চট্টোপাধ্যায়। যদিও বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলতে চায়নি জিআরপি। ঘটনাটিকে কেন্দ্র করে স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *