ফের বগটুইয়ে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ! আতঙ্ক


Bagtui Massacre এর স্মৃতি এখনও মুছে যায়নি। তার মধ্যে ফের বগটুই গ্রামে অশান্তি। স্থানীয় তৃণমূল সমর্থকের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা। পরপর দুবার স্থানীয় মুর্শিদা বিবির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। কে বা কারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

Birbhum BJP : বিজেপি জেতায় &amp#39;বদলা&amp#39;! জলের কল থেকে ভালভ খুলে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
স্থানীয় সূত্রে খবর, রামপুরহাট বিধানসভার বড়শাল পঞ্চায়েতের বগটুই গ্রামে তৃণমূলের সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। পূর্ব পাড়ার বাসিন্দা মুর্শিদা বিবি মাটির বাড়ির চালের ওপর আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারের লোকজনেরা।

Apa Shantiniketan House: পার্থ-অর্পিতা জেলে, শান্তিনিকেতনের &amp#39;অপা&amp#39;-তে এখন রাত কাটাচ্ছেন কারা?
কয়েকদিন আগেই একই বাড়ির জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিল ওই পরিবারের সদস্যরা। বাড়ির লোকজনের তৎপরতায় আগুন নেভানো হয়। মুর্শিদা বিবি নামে এক মহিলার বাড়ির জানালা দিয়ে দলীয় একটি পতাকা দিয়ে ভিতরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল আবারও সেই একই পরিবারে ঘটনা। ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ।

Birbhum News : &amp#39;কেষ্টাদা যখন ছিল…&amp#39;, দুর্নীতির অভিযোগ উঠতেই বিস্ফোরক দুবরাজপুরের চেয়ারম্যান
কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁদের বাড়িতে এলাধিবার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করছেন ওই পরিবারের সদস্যরা। রীতিমতো আতঙ্কের মধ্যে প্রতিটা দিন কাটাতে হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা। এমত অবস্থায় পুলিশ কোনও ব্যবস্থা না নিলে অসহায়তা বাড়বে বলেই মনে করছেন তাঁরা।

টিকিট দেয়নি দল, জমি &amp#39;চাষ&amp#39; করতে চান অনুব্রত অনুগামী কেরিম খান
পূর্ণিমা দেবী জানান, গত শনিবার জানলা দিয়ে আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এরপর আবার সোমবার ভোর রাত সাড়ে চারটার সময় আমার বাড়ির চালে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি লক্ষ্য করি। আগের দিনেও ঘরের কিছু জিনিস পুড়ে গিয়েছিল। এদিন ফের বাড়ির চালে আগুন লাগিয়ে দিয়েছে কেউ। পূর্ণিমা দেবী বলেন, ‘ আমরা বিষয়টি থানায় জানিয়েছি। ভোরে পুলিশ এসেছিল। তাঁরা বলছে, বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছে। তবে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি।’

Bogtui Fire Incident : ফের বগটুই! ‘ঘরে আগুন লাগিয়েছে! শুয়ে ৯ মাসের শিশু!

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামের ঘটনায় শোরগোল পরে যায় গোটা যায় রাজ্যে। অগ্নি সংযোগের ঘটনায় ঘটনায় এক শিশু, মহিলা সহ ১০ জনের মৃত্যু হয়েছিল বলে খবর। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বগটুই গ্রামে এসে হাজির হন। তিনি ঘটনায় অভিযুক্ত আনারুল সহ এই ঘটনায় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দেন। পরে তারাপীঠ থেকে গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের তৎকালীন রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *