বোলপুরের টোটো চালক ও নিচু পট্টির বাসিন্দা সুকেশ চক্রবর্তী। এককথায় বলা চলে অনুব্রত মণ্ডলের প্রতিবেশী তিনি। কিন্তু প্রতিদিনই তাঁর টোটোর পিছনে বিভিন্ন প্রতিবাদ মূলক ছবি ও লেখা দেখা যায়। কখনও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার পর শান্তিনিকেতনের অপা বাড়ি সংক্রান্ত ব্যানার হিট হয় এলাকায়।
কখনও আবার গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার পর তাঁর কার্টুন ছবির সঙ্গে ব্যঙ্গাত্মক লেখা ব্যানার শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনেও তাঁকে ‘ভগবান’ আখ্যা দিয়ে ব্যানারও দেখা গিয়েছে তার টোটোয় ।
এবার সেই টোটোতেই ফের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যঙ্গাত্মক ব্যানার দেখা গেল। যেখানে লেখা ‘পিসিমনির হেঁসেল ঘরে, স্পেশাল মেনু ব্যালট পেপারের থালি।’ সদ্য পেরিয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। গণনার দিন হাবড়ায় সিপিএম প্রার্থীকে হারাতে টেবিলের উপরে থাকা কয়েকটি ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীর মহাদেব মাটির বিরুদ্ধে।
তারই প্রতিবাদে বোলপুরের এই টোটোয় দেখা গেল ব্যাঙ্গাত্মক ব্যানার। যেখানে দেখা যাচ্ছে সে নিজে একটি প্রতীকী ব্যালট পেপার মাটির থালায় থেকে খাচ্ছে। আর পাশে লেখা আছে, “পিসিমনির হেঁসেল ঘরে স্পেশাল মেনু ব্যালট পেপারের থালি, তার সঙ্গে থাকছে বোমা, বন্দুক আর গুলি।” আর এই ব্যানার টোটোয় লাগিয়ে যাত্রী নিয়ে শান্তিনিকেতনের রাস্তায় ঘোরা ফেরা করছেন তিনি। শুধু বিরোধীরা না তার এই অভিনব প্রতিবাদকে কুর্নিশ জানাচ্ছে সাধারণ মানুষও।
সুকেশের কথায়, ‘আপনারা সকলেই পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস দেখেছেন। অনেক মানুষ মারা গিয়েছে। তার মধ্যেই এক অভিনব ঘটনা ঘটেছে, উত্তর ২৪ পরগনায়। এক প্রার্থী ব্যালট পেপার খেয়ে নিয়েছেন।’ সেই ঘটনা শোনার পরেই এই পোস্টার লাগিয়ে টোটো চালাচ্ছেন তিনি। তবে তাঁর কথায়, ‘ আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। যাত্রীদের একটু মজা দিতেই এরকম পোস্টার লাগিয়েছি।’ তার পোস্টার দেখে অবশ্য হাসি মুখে সওয়ারি হচ্ছেন অনেকেই।