Alipurduar News : ভোট কেন্দ্রের বিবাদের জেরে তৃণমূল কর্মীকে মারধর! গ্রেফতার BJP কর্মী – police arrested a bjp workers for beaten tmc worker due to dispute in polling station


ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। ভোটের দিনের সংঘর্ষের প্রতিশোধ নিতে এক BJP কর্মী এক তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ। আলিপুরদুয়ার জংশন ডিআরএম চৌপথি এলাকায় এই নিয়ে শোরগোল তৈরি হয়। ভোটের দিনের বিবাদের জেরেই এই ঘটনা বলে মেনে নিয়েছে দুই দলই।

মারধরের ঘটনায় ওই BJP কর্মীর বিরুদ্ধে আলিপুরদুয়ার জংশন ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ভোটের দিন জংশন চেচাখাতা এলাকার ১২\১৪৮ নং বুথে। সেদিন দুই দলের মধ্যে একপ্রস্থ মারপিট হয়।

Murshidabad News : জিতে গিয়েও পেলেন না শংসাপত্র, জয়ী BJP প্রার্থীর পরিবর্তে সার্টিফিকেট প্রদান তৃণমূলকে! বিতর্ক
জানা গিয়েছে, ভোটের দিন বাইরে থেকে গিয়ে BJP-র হয়ে কাজ করে অভিযুক্ত বিনয় সিং। সেখানে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। সেই সময় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে BJP কর্মীকে মারধর করার অভিযোগ ছিল। এমনকি বিষয়টি মিটমাটও হয়ে যায় তখন।

তবে এদিন উলটো অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ দমনপুর থেকে আলিপুরদুয়ার যাওয়ার মাঝপথে ডিআরএম চৌপথিতে তৃণমূল কর্মী সুমন ঘোষকে রাস্তা আটকে দাঁড়ায় অভিযুক্ত BJP কর্মী বিনয় সিং ও আরও দুই অভিযুক্ত। তৃণমূল কর্মীর কাছ থেকে টাকা চাওয়া হয়।

Cooch Behar News : দিনহাটায় BJP কর্মীর দোকানে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জখম ৩
তারপরেই ওই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তবে তৃণমূলের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ BJP কর্মীরা। স্থানীয় এক BJP নেতা বলেছেন, ‘ভোটের দিন BJP প্রার্থীকে ধাক্কা মারলে উপস্থিত BJP কর্মীরা বাধা দেন। তারপর এক BJP কর্মীকে মারধর করা হয়েছিল। এদিন ঘটনা স্থলে BJP কর্মীকে উদ্দেশ্য করে ওই তৃণমূল কর্মী হাসি ঠাট্টা করে। এর পরেই মারধরের ঘটনা ঘটে।’

এদিন আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁড়িতে তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় BJP কর্মী বিনয় সিং সহ মোট তিন জনের বিরুদ্ধে মারপিটের লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল। এই বিষয়ে জংশন ফাঁড়ির OC পার্থ বর্মন বলেন, ‘আমাদের কাছে মারপিটের একটি লিখিত অভিযোগ এসেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার মূল অভিযুক্ত বিনয় সিংকে গ্রেফতার করা হয়েছে। বুধবার অভিযুক্তকে আদালতে পেশ করবে পুলিশ।’

Trinamool Congress : ‘BJP পাগল হয়ে গিয়েছে… সাবধান থাকুন’, মন্তব্য তৃণমূল বিধায়কের
এই বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘ভোট শেষ হয়ে গেলেও উসকানি দিতে ছাড়ছে না BJP নেতাকর্মীরা। পুলিশ তদন্ত করছে, একজনকে গ্রেফতার করেছে। ওই BJP কর্মীর উচিৎ শাস্তি দাবি করেছি আমরা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *