Dakshin 24 Pargana : গড়তেই হবে পঞ্চায়েত বোর্ড! ৩ বিরোধী প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে – trinamool accused of taking away 3 opposition members of ghazipur gram panchayat


পঞ্চায়েতে বোর্ড গড়তে ISF-এর ২ প্রার্থী ও কংগ্রেসের ১ প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভা গাজীপুর গ্রাম পঞ্চায়েতে। জানা যায়, কুলপি বিধানসভার গাজীপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৫। নির্বাচনে ৬ টি আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থীরা।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫ টি আসন ও ISF ২, BJP ১ CPIM ১। পঞ্চায়েতে বোর্ড গঠন করতে দরকার ৮ জন সদস্য। কিন্তু তৃণমূল কংগ্রেস মোট পাঁচটি আসনে জয় লাভ করায় তাদের পক্ষে প্রধান গঠন করা অসম্ভব।

Paschim Medinipur News : ১২ দিনেই মোহভঙ্গ! জয়ী BJP প্রার্থীর যোগদান ঘাসফুলে, মেদিনীপুরে পঞ্চায়েত দখল তৃণমূলের
তাই ISF-এর দুই জয়ী প্রার্থী কৃপারামপুরের জয়ী প্রার্থী নকিব গায়েন, দৌলতাবাদের ISF-এর জয়ী প্রার্থী ও কংগ্রেসের জয়ী প্রার্থী মোজাফফর মোল্লা কে তুলে নিয়ে গিয়েছে শাসক দলের গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম মোল্লা, এমনটাই অভিযোগ বিরোধীদের। ISF-এর নেতা নূর সালাম গাজী অভিযোগ করে বলেন, ‘গাজীপুর গ্রাম পঞ্চায়েতে শাসক দল বোর্ড গঠন করতে না পেরে ISF ও কংগ্রেসের জয়ী প্রার্থীদের কে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তুলে নিয়ে গিয়েছে।’

Malda Zilla Parishad : জেলা সভাধিপতি হওয়ার দৌড়ে এগিয়ে চার মহিলা প্রার্থী, মালদা তৃণমূলে জোর গুঞ্জন
অবশ্য এই ঘটনায় বিরোধীদের পক্ষ থেকে থানায় অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম মোল্লা। তিনি বলেন, ‘এসব অভিযোগ মিথ্যে। ওই জয়ী প্রার্থীরা সবাই নিজের ইচ্ছেতে তৃণমূলে যোগ দিচ্ছেন।’

পাশাপাশি নিখোঁজ জয়ী প্রার্থীদের খোঁজ না মিললেও ওই জয়ী প্রার্থীরা ভিডিয়ো বার্তার মাধ্যমে জানান, তাঁরা নিরাপদ জায়গায় রয়েছেন এবং নিজেদের ইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। জয়ী ISF প্রার্থী নকিব গায়েন বলেন, ‘আমাদের কেউ জোর করে কোথাও আটকে রাখেনি। আমরা নিজের ইচ্ছেতেই এসেছি। ভালো আছি। আমরা নিজেদের ইচ্ছেয় তৃণমূলের যোগদান করব।’

BJP West Bengal : ১৪ দিনেই ভোলবদল! বাগদায় জয়ী প্রার্থীর যোগদান তৃণমূলে, ‘ভয়’ দেখানোর দাবি BJP-র
অবশ্য জয়ী বিরোধী দলের ৩ পঞ্চায়েত সদস্য কোথায় রয়েছেন তার হদিশ নেই। অবশ্য বিরোধীরা বারবার অভিযোগ করছেন, শাসক দল পঞ্চায়েত বোর্ড গঠন করতে না পেরে বিরোধী জয়ী প্রার্থীদের উপর জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে তুলে নিয়ে গিয়েছে। গাজীপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী ফলাফলে কংগ্রেস ও ISF জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সেই পঞ্চায়েত দখল করতেই শাসক দল এমন আচরণ করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *