Dengue In Kolkata: ডেঙ্গির চোখরাঙানি! বাংলাদেশ থেকে রাজ্যে ঢুকলে ইমিগ্রেশনেই রক্ত পরীক্ষা – dengue is alarming in state blood test going to be mandatory at immigration for bangladesh residents


Dengue Symptoms: বর্ষা ঢুকতে না ঢুকতেই রাজ্যে ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। গত তিনদিনে পাঁচজনের মৃত্যু। মঙ্গলবার একসঙ্গে একদিনে তিনজনের মৃত্যুতে চিন্তার ভাঁজ কলকাতা পুরসভার কপালে। শহরে পতঙ্গবাহিত রোগের প্রকোপ বাড়ায় তড়িঘড়ি পদক্ষেপ পুরসভার। একইসঙ্গে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ইমিগ্রেশনে রক্ত পরীক্ষার ব্যবস্থা করার প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছে পুরসভা। তাদের তরফ থেকে আর্জি করা হয়েছে ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে এরাজ্যে আসা যাত্রীদের রক্তপরীক্ষা করা হোক।

মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা ডেঙ্গি পরিস্থিতির। বাংলাদেশ থেকে এদেশে আসা যাত্রীরা ডেঙ্গির ক্যারিয়ার হতে পারে। সেই জন্যই ইমিগ্রেশনে যদি রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয় সেখানেই ধরা পড়বে ডেঙ্গি সংক্রমণ। রাজ্য সরকারকে চিঠি দিয়ে কেন্দ্রের সঙ্গে বিষয়টি আলোচনা করার আর্জি জানানো হয়েছে।’ এছাড়াও শহরে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা গ্রহণ করছে পুরসভা। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বুধবার পুরসভার জরুরি বৈঠক ডেকেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Dengue Death In Kolkata : বাড়ছে উদ্বেগ, ফের রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু ২ জনের! আক্রান্ত বাড়ছে দুই ২৪ পরগনায়

শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে আনতে মশার লার্ভা যাতে না জন্মায় তার জন্য লালবাজারের তরফে বিশেষ অ্যাডভাইজরি জারি করা হয়েছে। শহরের সমস্ত থানাকে লালবাজারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে থানার সামনে যেসব বাজেয়াপ্ত গাড়ি আছে, তাতে যেন কোনওভাবে জল না জমে। এছাড়া থানা চত্বরে কোথাও যেন জল না জমে তা দেখার কথা বলা হয়েছে। এছাড়া সমস্ত আবর্জনা সরানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

Dengue Symptoms : বর্ষায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ, দুর্গাপুরে আক্রান্ত ১৪

সোমবার ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকার মৃত্যুর পর মঙ্গলবারও আরও ২ জনের মৃত্যুর খবর এসেছে। এদিন বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় নদিয়ার রানাঘাটের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত উমা সরকারের। অন্যদিকে, লেকটাউনেক এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ৩০ বছরের এক মহিলার। তাঁর বাড়ি কলকাতার বাঙুর অ্যাভিনিউয়ে। এরপরই স্বাস্থ্য দফতরের তরফে জ্বর হলেই রক্তপরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে।

Dengue In Kolkata : ৩ দিনের বেশি জ্বর? টেস্ট করানোটা মাস্ট

উল্লেখ্য, ২০২২ সালে রাজ্যে ডেঙ্গিতে ৩০ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন ৬৭ জন। এবার জুলাই শেষের আগেই আক্রান্তের সংখ্যা ২ হাজার অতিক্রম করে গিয়েছে। গতবছর জুলাইয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১ হাজার ৬২৬।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *