Howrah Panchla Assault : ‘কী ভাবে ঠান্ডা করতে হয় জানি…’, পাঁচলার নির্যাতিতাকে নিয়ে থানায় প্রিয়াঙ্কা – bjp leader priyanka tibrewal met howrah panchla victim bjp candidate


মঙ্গলবার পাঁচলার পাঁচলার নির্যাতিতা বিজেপির প্রার্থীকে সঙ্গে নিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন বিজেপি মহিলা নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ পাঁচলা নির্যাতিতা বিজেপি প্রার্থী ও তাঁর পরিবারে সদস্যদের নিয়ে পাঁচলা থানায় আসেন বিজেপির এই আইনজীবী নেত্রী। পরে থানার আধিকারিকদের সঙ্গে কথা বলে পুলিশকে সঙ্গে নিয়ে নির্যাতিতাকে তাঁর বাড়িতে পৌঁছে দেন বিজেপি নেত্রী।

Howrah Panchla : বিজেপি-পুলিশ তরজা পালটা দাবির মধ্যেই মুখ খুললেন পাঁচলার ‘নির্যাতিতা’
এদিন রাজ্য সরকার ও তৃণমূলকে তীব্র আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার কাছে আদালতরে নির্দেশ রয়েছে। যদি নির্যাতিতা ও তাঁর পরিবারের কিছু হয় তাহলে কী ভাবে ঠান্ডা করতে হয় আমি জানি।’ তিনি আরও বলেন, ‘অফিসার ইনচার্জ নেই। যিনি ডিউটিতে আছেন ওনার সঙ্গে কথা হয়েছে। কোর্টের অর্ডার ওদের সুস্থ অবস্থায় বাড়িয়ে ফিরিয়ে দেওয়ার। সেই মতো আমি ওদের বাড়িতে ফিরিয়ে দিতে এসেছি। তবে ওরা বাড়িতে যাওয়ার পর কোনরকম অশান্তি বা চাপ সৃষ্টি যাতে না হয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের।’

West Bengal Police DG Manoj Malaviya: ই-মেলে অভিযোগ, কোনও তথ্য-প্রমাণ মেলেনি! পাঁচলা প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজি
রাজ্য পুলিশের ডিজিকেও এদিন কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘এখানে আসার আগে ডিজিপিকে চিঠি দিয়েছি, যাতে পুলিশ এসকর্ট করে এঁদের বাড়ি পৌঁছে দেয়। ডিজি বলেছিলেন কিছু হয়নি। আসলে পুলিশ চাপে আছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রাজ্যে এইরকম কিছু হয়নি এটা বলতে হবে সেই কারণে পুলিশ এইসব বলেছে। কোর্ট এত বলার পরেও কালকে অ্যাডভোকেট জেনারেল বলেছেন সিএপি দরকার নেই। আর কত মানুষের প্রাণ যাবে? আজ দুজন নির্যাতিতা কে আমরা বাড়ি পৌঁছে দিয়েছি। রাজ্যে আরও যেখানে নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানে আমার যোগাযোগ করব। ওদেরও বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওদের যদি কিছু হয় তাহলে সেটা দেখার দায়িত্ব থানার।’

Locket Chatterjee BJP : পাঁচলায় নারী নির্যাতন, রাজ্যের প্রসঙ্গ টেনে কেঁদে আকুল লকেট
পাঁচলায় পঞ্চায়েত ভোটের দিন বুথের ভিতর বিজেপি প্রার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। যদিও সাংবাদিক বৈঠক করে বিজেপির যাবতীয় অভিযোগ নস্যাৎ করেন রাজ্য পুলিশে ডিজি মনোজ মালব্য। এদিন পাঁচলার নির্যাতিতা মহিলা বলেন, ‘ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না। আমি বুথে ঢুকতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং কাপড় ধরে টানাটানি করা হয়। আমার শ্লীলতাহানিও করা হয়। যারা তাঁর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তারা অনেকেই তার পরিচিত।’ যদিও এদিন তিনি পুলিশের উপর আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাড়ির সামনে পুলিশ পাহারা থাকায় কিছুটা মনে জোর পাচ্ছি’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *