এরপর একদিন ওই এলাকায় দাঁড়িয়ে যুবকরা ছাত্রীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে শিক্ষকরা পুলিশকে এই বিষয়ে জানান। তারপরই পুলিশ আজ অভিযান চালিয়ে এক যুবককে আটক করে। বাকিদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে খবর। কলেজের এক শিক্ষক এই বিষয়ে বলেন, ‘বখাটে ছেলেগুলি দীর্ঘদিন থেকে বিভিন্ন শিক্ষার্থীকে বিরক্ত করে আসছিল। সম্প্রতি এক স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে রাস্তাঘাটে আটকে কুপ্রস্তাব দেয় এক যুবক। এতে বাধা দিলে ওই যুবক আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে।
আমি পুলিশ প্রশাসনের কাছে তাঁর বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি’। আরও অভিযোগ উঠেছে, বখাটে যুবকরা বেশ কিছু ছাত্রীর বাড়িতে গিয়েও বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল। শুধু তাই নয়, তাঁদের অপকর্মে বাধা দিলে কলেজ ও স্কুলের শিক্ষকদের হুমকি দিচ্ছিল তাঁরা।এই কারণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন স্কুল কলেজের ছাত্রীরা ও তাঁদের পরিবার। যদিও এই ঘটনার পর আগামী দিনে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস মহিষাদলের BDO যোগেশচন্দ্র মণ্ডল। তিনি বলেন, ‘পুলিশ আজ একজনকে ধরেছে হাতেনাতে কিন্তু এই অভিযোগ পাওয়ার পর এখানেই শেষ নয়, বাকি যুবকদের ধরতেও অভিযান চলবে।
ওই এলাকায় স্কুল কলেজের ছাত্রীদের জন্য নিরাপত্তা বাড়ানো হবে’। ওই এলাকা দিয়ে দুটি হাই স্কুল, একটি কলেজের শয়ে শয়ে মেয়েরা যাতায়াত করে থাকেন। স্কুল টাইমে কিছু যুবক মেয়েদের বিরক্ত করছে, এমন অভিযোগ জমা হয় থানায়। সেই অভিযোগের ভিত্তিতে মহিষাদল থানার পুলিশ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।