Raiganj News : ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যমৃত্যু রায়গঞ্জের শ্রমিকের, খুনের অভিযোগ পরিবারের – raiganj worker lost life while working in uttar pradesh


ভিনরাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদের বিগনোউর এলাকায়। মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম সঞ্জয় শীল (৩৭)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকার পিঁয়াজি মোড় এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকার পিঁয়াজিমোড় এলাকার বাসিন্দা সঞ্জয় শীল আগে সেলুনে কাজ করতেন। বর্তমানে সেলুনে কাজ করে সংসার চালাতে পারছিলেন না সঞ্জয়বাবু। তখন তিনি সিদ্ধান্ত নেন ভিনরাজ্যে কাজ করে সংসার চালাবেন।

West Bengal Latest News: দেশের টানে ছাড়লেন বিদেশে গবেষণার সুযোগ, অশোকনগরের সঞ্জয়ের সিদ্ধান্তে চোখে জল পরিচারিকা মায়ের
এই ভেবে তিনি শুক্রবার স্থানীয় এক ব্যক্তি রতন বিশ্বাসের সঙ্গে উত্তর প্রদেশের গাজিয়াবাদের বিগনোউর এলাকায় কাজের উদ্দেশ্যে যান। রবিবার সঞ্জয় উত্তর প্রদেশের গাজিয়াবাদের বিগনোর এলাকায় পৌছায়। সোমবার সকালে বাড়ির লোকেদের কাছে ফোনে সঞ্জয়ের ফাঁস লাগিয়ে মৃত্যুর খবর আসে।

উত্তর প্রদেশ থেকে বাড়ির লোককে একটি ছবিও পাঠানো হয়। সেই ছবিতে দেখা যায় একটি জলের ট্যাঙ্কের সিঁড়িতে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যাচ্ছে ওই যুবককে। আর এই খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোক।

Dakshin 24 Pargana : প্রেমে বাধা, ছেলেকে খুনে গ্রেফতার মা
সঞ্জয়ের মা দেবীরানী শীল অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সোমবার সকাল ৫ টা নাগাদ ছেলের ফোন আসে। সেখানে বলা হয়, ২৬ হাজার টাকা পাঠানোর জন্য। এরপরই ৭ টা নাগাদ ফোন আসে আবার। সেখানে বলা হয় সঞ্জয় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’

আর এই খবর আসতেই বাড়ির লোকের সন্দেহ দানা বাঁধে। শুক্রবার কাজের জন্য বেরিয়ে সোমবার কিভাবে ওই যুবক আত্মহত্যা করে এই বিষয়ে প্রশ্ন তোলেন সঞ্জয়ের বাড়ির লোক। সঞ্জয়ের মা আরও বলেন, ‘আমি BJP করলেও আমার ছেলে এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোট দিতে বলে এবং যার সঙ্গে সঞ্জয় উত্তর প্রদেশে কাজ করতে যান তিনিও তৃণমূল করেন।’

Siliguri Mystery : সেতুতে ঝুলছে দেহ, ব্যক্তির রহস্যমৃত্যু! রাতের শিলিগুড়িতে আতঙ্কের ছায়া
এই থেকে সন্দেহ করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে কোনও ঝামেলার সূত্রপাতের জেরে সঞ্জয়কে উত্তর প্রদেশে নিয়ে গিয়ে খুন করা হয়ে থাকতে পারে। পাশাপাশি উত্তর প্রদেশ থেকে সঞ্জয়ের দেহ নিয়ে আসতে নানা টালবাহানা করায় পরিবারের লোকের সন্দেহ সঞ্জয়কে খুন করা হয়েছে। তবে ছেলের মৃত্যুর জন্য সঠিক তদন্তের দাবি করার পাশাপাশি যারা সঞ্জয়কে খুন করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন মৃত সঞ্জয়ের মা দেবীরানী শীল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *