Siliguri News : জমি দখল করছে রেল, বাসস্ট্যান্ড তৈরিতে সমস্যা! চাঞ্চল্যকর অভিযোগ শিলিগুড়ির মেয়রের – siliguri mayor goutam deb accusing indian railway for government land encroachment


বিভিন্ন সময় রেলের জমি দখলের অভিযোগ ওঠে। এবার খোদ রেলের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ। শিলিগুড়িতে এবার রেলের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ তুললেন মেয়র গৌতম দেব। তিনবাত্তি মোড়ের কাছে একটি বাসস্ট্যান্ড তৈরি করা হচ্ছে। বাসস্ট্যান্ডের সামনে রেলের বিরুদ্ধে পুরনিগমের জমি দখলের অভিযোগ করেছেন মেয়র। এই অভিযোগ সামনে আসার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে।

Siliguri News: ‘মনে হচ্ছে বেকার ভোটটা দিয়েছে…’, টক টু মেয়র-এ ফোন করে ক্ষোভ প্রকাশ শিলিগুড়ির বাসিন্দার
মঙ্গলবার বাসস্ট্যান্ডটির কাজ দেখতে গিয়েছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। সেখানে গিয়ে দেখেন যে বাসস্ট্যান্ডের সামনে স্থায়ী নির্মাণ করা হচ্ছে। এরপরই বিষয়টি নিয়ে তিনি পুরনিগমের কমিশনারের সঙ্গে কথা বলেন। ফোন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি জয় টুডুকে। শীঘ্রই অবৈধ নির্মাণ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নবান্নতেও জানাবেন বলে জানিয়েছেন গৌতম।

মেয়রের দাবি, যেখানে বাসস্ট্যান্ডের কাজ হচ্ছে, তার সামনে থাকা জমিটি শিলিগুড়ি পুরসভার। এর আগে সমীক্ষা করা হয়েছে। সেখানেই জমি যে রেলের নয় তা জানা গিয়েছে বলে জানান তিনি। যে জায়গা দখল করা হয়েছে তাঁর জেরে বাসস্ট্যান্ডে ঢোকা ও বের হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে অভিযোগ মেয়রের। জলপাইগুড়ি ও দার্জিলিং দুই জেলার জেলাশাসকদের নিয়েও সেখানে পরিদর্শন করা হবে বলে জানান মেয়র। এরপর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Railway Notice : ১৫ দিনের মধ্যে খালি করতে হবে মসজিদ, রেলের নোটিশ ঘিরে বিতর্ক
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, ‘আমাদের জায়গা, আমাদের টাকা। মানুষের স্বার্থে বাসস্ট্যান্ডটি করা হচ্ছে। রেল কোনও এজেন্সিকে দিয়ে জমি দখল করছে। এটা মানা যায়না। এভাবে রেল কাজে বাধা দেবে? এমন ধরনের ঘটনা কোথাও দেখিনি। খুবই নিন্দনীয় ঘটনা। প্রয়োজনে রেলের বিরুদ্ধে মানুষকে নিয়ে আমি রাস্তায় নামব।’ ?যদিও এখনও অবধি এই নিয়ে রেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাওয়া গেলেই প্রতিবেদনে তা আপডেট করা হবে।

Bhatpara Municipality Land : রাস্তা আটকে ঝাঁ চকচকে পার্ক পুরসভার! জমি দখলের অভিযোগ, আদালতের দ্বারস্থ বৃদ্ধা
প্রসঙ্গত, মানুষের দীর্ঘদিনের চাহিদা মেনে বাসস্ট্যান্ডটির কাজ শুরু হয়েছে। বিশ্বকর্মা পুজোর আগে প্রথম ধাপের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে পুরসভা। এই বাসস্ট্যান্ডটি হয়ে গেলে শিলিগুড়ির লোকাল বাসস্ট্যান্ডকে এখানে সরিয়ে আনা হবে। এরফলে শহরের যানজট অনেকটাই কমে যাবে। পরে এনবিএসটিসি এর কিছু রুটের বাস এখান থেকে চলাচল করতে পারে বলে জানা গিয়েছে। শিলিগুড়ির শহরের বাসিন্দাদের যানজটে জেরবার হতে হয়। বাসস্ট্যান্ড স্থানান্তরিত হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *