West Bengal Legislative Assembly : বিল, প্রশ্নোত্তর, প্রস্তাব ছাড়াই দু-দিন চলবে বিধানসভা – the monsoon session of the legislative assembly began on monday


এই সময়: শনিবার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। আর সোমবার থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হলো। এত অল্প সময়ের নোটিসে অধিবেশন শুরু হওয়ায় একাধিক বিল বিধানসভায় এসে পৌঁছয়নি। বিধায়করা মন্ত্রীদের উদ্দেশে যে লিখিত প্রশ্ন করেন সেই প্রশ্নও যথেষ্ট জমা পড়েনি, যেগুলি জমা পড়েছে তার লিখিত উত্তর সংশ্লিষ্ট দপ্তর থেকে বিধানসভায় এসে পৌঁছয়নি। সরকারি দল তৃণমূল মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বিধানসভায় আলোচনা করার পরিকল্পনা করলেও সেই প্রস্তাব পেশ করার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

West Bengal Assembly : মিলল রাজ্যপালের সম্মতি, সোমবার থেকেই শুরু বিধানসভা অধিবেশন
বুধবার বিধানসভার কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে তা চূড়ান্ত হবে। এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার ও কাল বুধবার বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপর আলোচনা করে অধিবেশন চালাতে চাইছে সরকারপক্ষ। বিধানসভায় পরপর দু-দিন কোনও প্রশ্নোত্তর পর্ব, প্রস্তাব পেশ, বিল নিয়ে আলোচনা না হয়ে শুধু স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে বিতর্ক হওয়ার নজির দীর্ঘ বাম জমানায় রয়েছে কিনা, তা প্রবীণ বিধায়করা মনে করতে পারছেন না। তৃণমূল জমানায় শুভেন্দু অধিকারী পরিবহণ মন্ত্রী থাকার সময়ে ওই দপ্তরের স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছিল বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছেন।

Manipur Video : মণিপুর নিয়ে ধর্না ‘ইন্ডিয়া’ জোটের, সংসদ ও বিধানসভায় বিজেপির পালটা অস্ত্র মালদায় নিগ্রহ
অধ্যক্ষ এ দিন বলেন, ‘যিনি এখন বিরোধী দলনেতা তিনি যখন পরিবহণমন্ত্রী ছিলেন তখন স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও অংশগ্রহণ করেছেন, তাই এটা নজিরবিহীন ঘটনা নয়। স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট বিধানসভায় জমা পড়ে কিন্তু কেউ পড়েও দেখেন না, জানতেও চান না। তাই এটা নিয়ে আলোচনা হওয়া দরকার রয়েছে।’

Mamata Banerjee : ‘সব সময়েই লড়াই করছেন!’, ক্ষুব্ধ মমতা
বিধানসভার কার্যবিধির ৩১৯ ধারা অনুযায়ী মুখ্য সচেতক নির্মল ঘোষ দুটি নোটিস দিয়েছেন। আজ, মঙ্গলবার সোশ্যাল ফরেস্ট্রির পিটিশন কমিটির রিপোর্ট নিয়ে বিতর্ক হবে, কাল বুধবার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে। বাম জমানায় মুখ্য সচেতকের দায়িত্ব সামলেছেন পোড়খাওয়া সিপিএম নেতা রবীন দেব।

Parliament Monsoon Session Live Updates : চেয়ারম্যান পদকে চ্যালেঞ্জ? ডেরেককে সতর্কবার্তা ধনখড়ের
তাঁর বক্তব্য, ‘স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট দিয়ে দু-দিন অধিবেশন চালানোর অর্থ সরকার বিধানসভা আহ্বান করলেও কোনও বিজনেস রেডি করতে পারেনি। এটা মোটেই ভালো দৃষ্টান্ত নয়। বাম আমলে এই ঘটনা কখনও ঘটেনি।’ দু-দিন ধরে শুধু স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপর বিতর্কের সূচি তৈরি হওয়ায় বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘তৃণমূল জমানায় সব সম্ভব, মাত্র ৩৬ ঘণ্টার নোটিসে এখন বিধানসভা ডাকা হয়। জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকা হয়েছে অথচ সরকার কোনও বিজনেস তৈরি করতে পারেনি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *