Abhishek Banerjee : অভিষেকের মামলা: খারিজ ইডির আপত্তি – chief justice of calcutta high court sent the case of abhishek banerjee to the bench of justice tirthankar ghosh for hearing


এই সময়: ইডির আপত্তি খারিজ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই শুনানির জন্য পাঠালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আজ, বুধবার বিচারপতি ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হতে পারে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডির এফআইআর খারিজ ও ২৬ জুলাই আমেরিকায় চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Abhishek Banerjee : ফরেন ট্যুর তো রাইট, সুপ্রিমে অস্বস্তি ইডির
ইডির তরফে এই মামলার শুনানি হাইকোর্টের আর এক বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির পক্ষে সওয়াল করা হয়। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট এই মামলা বিচারপতি সিনহার এজলাসে স্থানান্তরিত করেছে, তাই নিয়োগ মামলার জামিন-সহ সব ইস্যুই ওই এজলাসে শুনানির দাবি করে ইডি। তখন এই মামলা প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন বিচারপতি ঘোষ।

Abhishek Banerjee Vs Suvendu Adhikari : অভিষেকের ‘স্বস্তি’, ‘বিড়ম্বনা’ বাড়ল শুভেন্দুর! হাইকোর্টের বড় নির্দেশ
প্রধান বিচারপতির কাছে তাঁর আবেদন ছিল, তিনি যাবতীয় নথি খতিয়ে দেখে নিদান দেবেন, এই মামলা শোনার এক্তিয়ার তাঁর আছে কি না। মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তি জারি করে প্রধান বিচারপতি ফের বিচারপতি ঘোষের এজলাসেই ওই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *