Bankura News : মাঝরাতে ATM মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টা! চাঞ্চল্য বাঁকুড়ায় – an attempt to break and loot an atm machine in the middle of the night in bankura has spread sensation


একটি বেসরকারি সংস্থার ATM মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টার ঘটনা ঘটল বাঁকুড়ার জঙ্গল মহলে। বুধবার সকালে সিমলাপাল থানা এলাকার বিক্রমপুর মোড়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর বিক্রমপুর মোড়ে দীর্ঘদিন ধরেই একটি বেসরকারি সংস্থার একটি ATM কাউন্টার রয়েছে। এদিন সকালে ওই ATM কাউন্টারটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দেন। সবার প্রথমে ATM কাউন্টারে থাকা CCTV ক্যামেরা ভেঙে লুটপাটের চেষ্টা হয়েছিল বলে অনেকে মনে করছেন। তবে এই ঘটনায় ATM মেশিন থেকে কোনও টাকা পয়সা লুঠ হয়েছে কী না বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই।

Trinamool Leader : খোয়া গেল নগদ টাকাসহ মূল্যবান জিনিস, খোদ তৃণমূলের জয়ী প্রার্থীর বাড়িতে দুঃসাহসিক চুরি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিমলাপাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। টাকা লুঠ হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আজ সকাল থেকেই এই খবর শুনে ATM কাউন্টারটির সামনে ভিড় জমান সাধারণ মানুষ।

Bank Robbery : ব্যাঙ্ক থেকে লাখ টাকা চুরি করে পালাল ১০ বছরের কিশোর! শোরগোল বিহারে
তখনই সন্দেহ হয় অনেকের। খবর দেওয়া হয় পুলিশে। এরপর ATM-এর গেট খুলে দেখা যায় ATM মেশিন ভাঙা। ভিতরে ভাঙা হয়েছে CCTV ক্যামেরাও। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ী সোমনাথ গড়াই বলেন, ‘সকালে আমি দোকান খুলতে এসে দেখি এই অবস্থা।

Hooghly News : নামী কোম্পানির নকল করে পণ্য বিক্রির অভিযোগ! সিঙ্গুরে গ্রেফতার ৭ ব্যবসায়ী
তখনই সন্দেহ হয় ও আশেপাশের লোকজনকে খবর দিই। তারপর ভিতরে ঢুকে ভাঙাচোরা অবস্থা দেখে পুলিশকে জানাই’। স্থানীয় ঝাড়ুদার স্বপন দে বলেন, ‘আমি ভোরবেলা রোজই এখানে সাফাইয়ের কাজ করি। কিন্তু কোনোদিন এরকম কাণ্ড দেখিনি। মনে হচ্ছে রাতের অন্ধকারে ফাঁকা জায়গার সুযোগ নিয়ে ভাঙচুর চালিয়েছে’।

Digha Sea Beach : ফের সমুদ্র কাড়ল প্রাণ! দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে প্রাণ গেল কলেজ ছাত্রের
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পুরুলিয়া জেলাতেও একই দৃশ্য দেখা যায়। পুলিশ এসে ATM এর শার্টার তুলতেই দেখা যায় ATM ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ATM মেশিন থেকে সম্পূর্ণ নগদ অর্থ লুঠ করে নেওয়া হয়।

মুনসেফডাঙা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM লুঠের ঘটনা ঘটে। একাধিক দুষ্কৃতী এসে লুঠের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওঠে। ভারী কোনও বস্তু দিয়ে শাটারের তালা ভাঙা হয়। এরপর ATM মেশিন ভেঙে নগদ অর্থ লুঠ করে নিয়ে পালায় দুষ্কৃতীরা, এমনটাই জানায় পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *