Bhangar : ভাঙড় নিয়ে বড় সিদ্ধান্ত! কলকাতার পুলিশের আওতায় এনে নয়া ডিভিশন তৈরির নির্দেশ মমতার – chief minister mamata banerjee decided to take bhangar under kolkata police jurisdiction


পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটগণনা, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। ভোট মিটে যাওয়ার পরও এখনই ভাঙড়ে পুরোদমে অশান্তি বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই। এই অবস্থায় ভাঙড় নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভাঙড়কে কলকাতা পুলিশের আওতার আনার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ভাঙড়কে নিয়ে আলাদা ডিভিশন তৈরির করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার নির্দেশে এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

Bhangar TMC Leader : ‘…উৎসব, ১৪৪ ধারায় ছাড় আছে’, শহিদ সমাবেশ নিয়ে বেফাঁস লাভ হাউজের মালিক TMC নেতা
বুধবার আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ দিয়েছেন মমতা। এর আগে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকায় বারুইপুর জেলা পুলিশের আওতাধীন ছিল। ভাঙড় নিয়ে মমতার এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সম্প্রতি ভাঙড় নিয়ে শাসকদলের নেতারাও উষ্মা প্রকাশ করেন। ‘ভাঙড়ে কেউ নিরাপদ নয়’ বলে মন্তব্য করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা সওকত মোল্লা। ‘খুন’ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন আরেক তৃণমূল নেতা আরাবুল ইসলামও।

Bhangar News : ‘ভাঙড়ের হাঙর কারা ওখানকার মানুষকে জিজ্ঞাসা করুন’, মমতাকে নিশানা নওশাদের
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে দফায় দফায় উত্তপ্ত হয় ভাঙড়। চলতে থাকে মুহুর্মুহু বোমাবাজি। বিডিও অফিসের সামনে চলে গুলিও। এই ঘটনায় দুই তৃণমূল ও এক আইএসএফ সমর্থকের মৃত্যু হয়। ভোটের দিন ভাঙড়ে কোনও বড় ধরের ঘটনা না ঘটলেও গণনার দিন থেকে দফায় দফায় উত্তপ্ত হয় ভাঙড়। ভোট গণনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আইএসএফের। এএসপি সহ দুই পুলিশকর্মী গুলিতে আহত হন।

Saokat Molla : ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার হোক, চান শওকত
পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের হিংসার অভিযোগ নিয়ে ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে মুখ খোলেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘৭০ হাজার বুথের মধ্যে তিনটি জায়গায় গণ্ডগোল হয়েছে। সব বুথে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ছিল। তারমধ্যে ভাঙড়ে হাঙড়রা গণ্ডগোল করেছে।’ মমতার এই মন্তব্যরে তীব্র প্রতিবাদ করে পালটা সুর চড়ান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, ‘ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করব, আপনারা কী হাঙড়? এই কথা বলার ভাঙড়বাসীর অপমান। ভাঙড়বাসীর অপমান করলে তো আমরা তা মেনে নিতে পারি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *