Uttar 24 Pargana : স্কুলের পাশ থেকে ফের উদ্ধার ব্যালট পেপার, দেগঙ্গায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ CPIM-এর – cpim claimed that ballot papers are recovered in deganga


পঞ্চায়েত ভোট বেশ অনেকদিন শেষ হয়ে গেলেও শেষ হওয়ার নাম নিচ্ছে না ব্যালট পেপার কেলেঙ্কারি। এবার দেগঙ্গায় উদ্ধার হল ব্যালট পেপার, অভিযোগ বিরোধীদের। দেগঙ্গায় ব্যালট পেপার উদ্ধারের অভিযোগ তুলল এবার CPIM। মঙ্গলবার দুপুরে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের নিরামিষা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির ২১ নম্বর আসনের এক গুচ্ছ ব্যালট পেপার উদ্ধার হয় বলে অভিযোগ করে জেলা CPIM নেতৃত্ব। CPIM নেতা আহমেদ আলি খান বলেন, ‘উদ্ধার হওয়া ব্যালট পেপার গুলিতে তৃণমূলের সিম্বলে ছাপ্পা দেওয়া, প্রিসাইডিং অফিসারের সইও রয়েছে।

Howrah Ballot Paper : ছাপ মারা ব্যালট পেপার উদ্ধার! জগৎবল্লভপুরে শোরগোল
এমনকী ব্যালটের কাউন্টার পার্টও রয়েছে সেখানে’। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন CPIM নেতৃত্ব। এই প্রসঙ্গে পালটা CPIM-এর বিরুদ্ধেই অভিযোগ তুলে দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমান বলেন, ‘নির্বাচনের এই সামগ্রী CPIM কোথা থেকে পেল জানিনা।
তবে ওঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। কেন না, যে ব্যালট ওঁরা উদ্ধার করেছে বলছে তা প্রশাসনকে তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু ওরা আইন মানেনি। কারও কাছেই কোনও তথ্য নেই’। দেগঙ্গার BDO সুব্রত মল্লিক বলেন, ‘এই বিষয়ে আমাকে কেউ অভিযোগ জানায়নি এখনও পর্যন্ত’।

BJP In West Bengal : BDO-দের কাজে লাগিয়ে ভোটের নামে প্রহসন! দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ BJP নেতৃত্ব
BJP বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, ‘এর আগে জেলাশাসক সহ মহকুমাশাসকের কাছে একাধিক অভিযোগ জানিয়েছি। কিন্তু কোনও কিনারা হয়নি। হাইকোর্টেও অভিযোগ জমা পড়েছে। সুতরাং এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে তা প্রমাণিত। এই নির্বাচনের কোনও যুক্তি আছে বলে আমি মনে করি না’।

Ballot Paper Voting : আয়ু ছমাস, ভোট প্রার্থীদের সাধের ব্যালট কোথায়-কী ভাবে সংরক্ষণ করা হয়?
পুরো নির্বাচনটা বাতিল করে নতুন করে নির্বাচন করলেই সঠিক হবে বলে তাপস বাবু মনে করেন। উল্লেখ্য, শুধু দেগঙ্গাই নয়, ব্যালট পেপার উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্যের অন্য এলাকাও। কয়েকদিন আগে BDO অফিস চত্বর থেকে কংগ্রেসের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার উদ্ধারে উত্তপ্ত হয়ে ওঠে সুতি ২ নং BDO অফিস।

Ballot Paper Voting : ‘স্পেশাল মেনু ব্যালট পেপারের থালি’, পোস্টার ঝুলিয়ে ‘হিট’ বোলপুরের টোটোওয়ালা
শুক্রবার সুতি ২ নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ সভা করে কংগ্রেস। অভিযোগ, তখন BDO অফিস চত্বরে জঙ্গলের মধ্যে ব্যালট পেপার পড়ে থাকতে দেখে কংগ্রেস কর্মীরা। আর তার পরেই BDO অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা।

ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় BDO অফিস চত্বরে। খবর পেয়ে সুতি থানার পুলিশ এলে তাদের সঙ্গে বচসা বাধে বিক্ষোভকারীদের। যদিও পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *