এমনকী ব্যালটের কাউন্টার পার্টও রয়েছে সেখানে’। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন CPIM নেতৃত্ব। এই প্রসঙ্গে পালটা CPIM-এর বিরুদ্ধেই অভিযোগ তুলে দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমান বলেন, ‘নির্বাচনের এই সামগ্রী CPIM কোথা থেকে পেল জানিনা।
তবে ওঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। কেন না, যে ব্যালট ওঁরা উদ্ধার করেছে বলছে তা প্রশাসনকে তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু ওরা আইন মানেনি। কারও কাছেই কোনও তথ্য নেই’। দেগঙ্গার BDO সুব্রত মল্লিক বলেন, ‘এই বিষয়ে আমাকে কেউ অভিযোগ জানায়নি এখনও পর্যন্ত’।
BJP বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, ‘এর আগে জেলাশাসক সহ মহকুমাশাসকের কাছে একাধিক অভিযোগ জানিয়েছি। কিন্তু কোনও কিনারা হয়নি। হাইকোর্টেও অভিযোগ জমা পড়েছে। সুতরাং এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে তা প্রমাণিত। এই নির্বাচনের কোনও যুক্তি আছে বলে আমি মনে করি না’।
পুরো নির্বাচনটা বাতিল করে নতুন করে নির্বাচন করলেই সঠিক হবে বলে তাপস বাবু মনে করেন। উল্লেখ্য, শুধু দেগঙ্গাই নয়, ব্যালট পেপার উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্যের অন্য এলাকাও। কয়েকদিন আগে BDO অফিস চত্বর থেকে কংগ্রেসের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার উদ্ধারে উত্তপ্ত হয়ে ওঠে সুতি ২ নং BDO অফিস।
শুক্রবার সুতি ২ নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ সভা করে কংগ্রেস। অভিযোগ, তখন BDO অফিস চত্বরে জঙ্গলের মধ্যে ব্যালট পেপার পড়ে থাকতে দেখে কংগ্রেস কর্মীরা। আর তার পরেই BDO অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা।
ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় BDO অফিস চত্বরে। খবর পেয়ে সুতি থানার পুলিশ এলে তাদের সঙ্গে বচসা বাধে বিক্ষোভকারীদের। যদিও পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।