জল নিকাশির সমস্যা মিটবে? উদয়পুর খাল নিয়ে বড় পদক্ষেপ কামারহাটি পুরসভার


জল নিকাশির সমস্যা দূরীকরণে এবার বড় পদক্ষেপ Kamarhati Municipality-র। উদয়পুর খাল সংস্কার এবং খালের উপর সুইস গেট নির্মাণ কাজের শিল্যানাস করা হল। কামারহাটি পুরসভার বিস্তীর্ণ অঞ্চলের জল নিকাশি ব্যবস্থার অনেকটাই সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

Uttar 24 Pargana : স্কুলের পাশ থেকে ফের উদ্ধার ব্যালট পেপার, দেগঙ্গায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ CPIM-এর
কামারহাটি পুরসভা ৩৫ নম্বর ওয়ার্ড অঞ্চল যতীন দাস নগর আদর্শ নগর এবং রামকৃষ্ণ মিশন একটু বৃষ্টি হলেই দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থাকে। এইবার কামারহাটি পুরসভা উদ্যোগী হল সেচ ও জলপথ বিভাগের সহযোগিতায় জল নিকাশি ব্যবস্থার উন্নতি সাধনে। নেওয়া হতে চলেছে একাধিক পদক্ষেপ।

Kanyashree Scheme: কন্যাশ্রী-রূপশ্রীর টাকা নিয়ে জালিয়াতি, অভিযোগ জানিয়ে চাকরিহারা প্রধান শিক্ষকই
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ২ কোটি ১২ লাখ টাকা খরচা করে সুইস গেট বসানো হতে চলেছে। উদয়পুর খালের সংস্কার এবং উদয়পুর খালির উপরে এই গেটটি নির্মাণ হবে। এই গেট নির্মাণ করতে সময় লাগবে এক বছর। আগামী বছর বর্ষায় যাতে এই বিচ্ছিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে না থাকে দীর্ঘদিন ধরে তারই উদ্যোগে নেওয়া হল কামারহাটি পুরসভার পক্ষ থেকে।

Duttapukur School Incident: গার্লফ্রেন্ডকে উত্যক্ত করায় স্কুলের ভিতর ঢুকে ছাত্রকে মারধর! তুলকালাম দত্তপুকুরের স্কুলে
বুধবার সেই উদয়পুর খালের উপরে যে সুইস গেট নির্মাণ কাজ শুরু হবে তার শুভ উদ্বোধন শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল। বেলঘড়িয়া এক্সপ্রেস-এর পাশে কামাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে আদর্শনগরে এই অনুষ্ঠানটি করা হয়। উপস্থিত ছিলেন সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী পার্থ ভৌমিক কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র কামারহাটি পুরসভার পুর প্রধান গোপাল সাহা সহ সেচ দফতরের আধিকারিকরা। কামারহাটি পুরসভার তরফে জানান হয়, এই লোক গেটটি নির্মাণ হলে পরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ যে জলমগ্ন হয়ে থাকে দীর্ঘদিন ধরে তার থেকে রেহাই পাবে।

Sandeshkhali Ferry Ghat: খেয়াঘাটের হাল সঙ্গীন! ভবলীলা সাঙ্গ হতে পারে যে কোনওদিন!

বস্তুত, উত্তর ২৪ পরগনার সিঁথির মোড় থেকে ডানলপ এবং ডানলপ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভূগর্ভস্থ নিকাশি নালা রয়েছে। এই নালার মাধ্যমে জল পড়ে গঙ্গায়। বছর খানেক আগে পুর কর্তৃপক্ষ জানায়, বাগজোলার জল বার করতে একটি ছোট খাল কেটে উদয়পুর খালে যুক্ত করা হয়েছে।
তবে বরাহনগর থেকে কামারহাটির বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টিতে। সেই সমস্যা দূরীকরণের জন্যেই এই উদ্যোগ নেওয়া হল। আগামী এক বছরের মধ্যে যাতে কাজ শেষ করে ফেলা যায়, তার জন্য সচেষ্ট থাকবে কামারহাটি পুরসভা বলে জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *