কামারহাটি পুরসভা ৩৫ নম্বর ওয়ার্ড অঞ্চল যতীন দাস নগর আদর্শ নগর এবং রামকৃষ্ণ মিশন একটু বৃষ্টি হলেই দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থাকে। এইবার কামারহাটি পুরসভা উদ্যোগী হল সেচ ও জলপথ বিভাগের সহযোগিতায় জল নিকাশি ব্যবস্থার উন্নতি সাধনে। নেওয়া হতে চলেছে একাধিক পদক্ষেপ।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ২ কোটি ১২ লাখ টাকা খরচা করে সুইস গেট বসানো হতে চলেছে। উদয়পুর খালের সংস্কার এবং উদয়পুর খালির উপরে এই গেটটি নির্মাণ হবে। এই গেট নির্মাণ করতে সময় লাগবে এক বছর। আগামী বছর বর্ষায় যাতে এই বিচ্ছিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে না থাকে দীর্ঘদিন ধরে তারই উদ্যোগে নেওয়া হল কামারহাটি পুরসভার পক্ষ থেকে।
বুধবার সেই উদয়পুর খালের উপরে যে সুইস গেট নির্মাণ কাজ শুরু হবে তার শুভ উদ্বোধন শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল। বেলঘড়িয়া এক্সপ্রেস-এর পাশে কামাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে আদর্শনগরে এই অনুষ্ঠানটি করা হয়। উপস্থিত ছিলেন সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী পার্থ ভৌমিক কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র কামারহাটি পুরসভার পুর প্রধান গোপাল সাহা সহ সেচ দফতরের আধিকারিকরা। কামারহাটি পুরসভার তরফে জানান হয়, এই লোক গেটটি নির্মাণ হলে পরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ যে জলমগ্ন হয়ে থাকে দীর্ঘদিন ধরে তার থেকে রেহাই পাবে।
বস্তুত, উত্তর ২৪ পরগনার সিঁথির মোড় থেকে ডানলপ এবং ডানলপ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভূগর্ভস্থ নিকাশি নালা রয়েছে। এই নালার মাধ্যমে জল পড়ে গঙ্গায়। বছর খানেক আগে পুর কর্তৃপক্ষ জানায়, বাগজোলার জল বার করতে একটি ছোট খাল কেটে উদয়পুর খালে যুক্ত করা হয়েছে।
তবে বরাহনগর থেকে কামারহাটির বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টিতে। সেই সমস্যা দূরীকরণের জন্যেই এই উদ্যোগ নেওয়া হল। আগামী এক বছরের মধ্যে যাতে কাজ শেষ করে ফেলা যায়, তার জন্য সচেষ্ট থাকবে কামারহাটি পুরসভা বলে জানানো হয়।