বাঁকুড়ার হস্তশিল্পের ফের বিশ্ব স্বীকৃতি, জায়গা পেল ভারতীয় ডাকবিভাগের খামে


Indian Post-এর বিশেষ খামে এবার জায়গা করে নিল বাঁকুড়ার বিষ্ণুপুরের দশাবতার তাস ও শুশুনিয়ার ঐতিহ্যবাহি পাথর শিল্প। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ খামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডাক বিভাগের সাউথ বেঙ্গল রিজিওনের জেনারেল পোস্টমাস্টার শশী শালিনী কুজুর।

Govt Job : মোটা মাইনের চাকরিও সেফ নয়, কোভিড পরবর্তী ভারতে সরকারি চাকরিতেই ভরসা তরুণদের
বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোডাল ডেপুটি কালেক্টর বিপ্লব চক্রবর্ত্তী, বাঁকুড়া ডাকঘরের সিনিয়র পোস্টমাস্টার প্রদত্ত কুমার দাস সহ অন্যান্যরা। ডাক বিভাগ সূত্রে খবর, বিষ্ণুপুরের দশাবতার তাসের কদর বিশ্বজুড়ে। বছরের বিভিন্ন সময় দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের অন্যতম আগ্রহের বিষয় এই দশাবতার তাস।

Hili International Check Post : ভারতীয় লরি চালকদের মারধরের অভিযোগ, বিক্ষোভে আমদানি-রফতানি বন্ধ হিলি স্থল বন্দরে
একইরকমভাবে শুশুনিয়ার ঐতিহ্যবাহি পাথর শিল্পকে নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই, আর সেই কারণেই বাঁকুড়ার বিখ্যাত হস্তশিল্পকে আরও বেশী বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এর আগে বিষ্ণুপুরের শ্যাম রায়ের মন্দির, শিল্পী যামিনী রায়ের শিল্পকর্ম, পাঁচমুড়ার টেরাকোটা, বিষ্ণুপুরের বালুচরি শাড়ি নিয়ে ডাক বিভাগের তরফে ডাক টিকিট ও বিশেষ কভার প্রকাশিত হয়েছে।

Government Schemes: সরকারি স্কিমে ব্যাপক সুদ! অফার শুধুমাত্র 4টি ব্যাঙ্কে
এবার সেই তালিকায় নবতম সংযোজন বিষ্ণুপুরের দশাবতার তাস ও শুশুনিয়ার ঐতিহ্যবাহি পাথর শিল্প। এই বিশেষ কভার বাঁকুড়া মূখ্য ডাকঘর, কলকাতা জি.পি.ও ছাড়াও অনলাইনের মাধ্যমে বরাত দিয়েও সংগ্রহ করা যাবে বলে জানা গিয়েছে।
বিশেষ খাম প্রকাশ অনুষ্ঠান শেষে এদিন ডাক বিভাগের উদ্যোগে বাঁকুড়া শহরের চারটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ক্যুইজ ঘিরে সংশ্লিষ্ট ছাত্র ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে।

Painting Artist Dibyendu : দিব্যেন্দুর হাতের জাদুতে জীবন্ত হয়ে ওঠে ছবিও

ডাক বিভাগের সাউথ বেঙ্গল রিজিওনের জেনারেল পোস্ট মাস্টার শশী শালিনী কুজুর জানান, হস্ত শিল্পের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ বাঁকুড়া জেলা। আর এই জেলার এই হস্তশিল্পকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। সে কারণেই বিখ্যাত হস্তশিল্পকে নিয়ে ডাক বিভাগ বিশেষ খাম প্রকাশের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ২০২১ সালে ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে জায়গা পায় বিষ্ণুপুরের বালুচরী শাড়ি। এমনকি শুধু বালুচরী নয়, পাশাপাশি জায়গা করে নেয় বাঁকুড়ার ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পও। বাঁকুড়ায় একটি প্রদর্শনী থেকে দু’টি খামের প্রকাশ করেন ডাক বিভাগের কর্তারা। জানা যায়, পরবর্তী বাংলার মাদুর এবং পটচিত্রের উপরেও বিশেষ খাম প্রকাশ করবে ডাক বিভাগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *