আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি, বঙ্গোপসাগরের দক্ষিণ ওডিশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
যদিও নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলা গুলোতে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে আগের থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে বলেই জানানো হয়েছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কিছুটা অস্বস্তিতে রাখবে দুই ২৪ পরগনার জেলার বাসিন্দাদের।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুলনায় বেশি বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে। তার কারণে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে বলেই মনে করা হচ্ছে। প্রথমত, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় বৃহস্পতিবার ছিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। দুই ২৪ পরগনা জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়। যদিও সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে জেলাগুলিতে বলে হাওয়া অফিস থেকে জানানো হয়।
পাশাপাশি, আগামী শুক্র ও শনিবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে মেঘলা আকাশ থাকবে বলেও জানানো হয়। তবে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেও জানানো হয়।