Bhangar News : এবার আরাবুলের ছেলে হাকিমুলকে নিরাপত্তা রাজ্যের, সর্বক্ষণ সঙ্গে সশস্ত্র নিরাপত্তারক্ষী – bhangar tmc leader hakimul islam son of arabul islam get security from state government


গোটা পঞ্চয়েত নির্বাচন পর্বেই উত্তপ্ত থেকেছে ভাঙড়। ভোটের পরেও দফায় দফায় ছড়িয়েছে অশান্তি। এই পরিস্থিতির মাঝেই এবার নিরাপত্তা দেওয়া হল আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামকে। হাকিমুলকে নিরাপত্তা দিচ্ছে রাজ্য প্রশাসন। সেক্ষেত্রে সর্বক্ষণের জন্য একজন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন হাকিমুল ইসলামের সঙ্গে। নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন হাকিমুল।

পঞ্চায়েত নির্বাচনের সময় একাধিকবার হুমকির মুখে পরতে হয়েছিল আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামকে। যার জেরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। তারপরেই এই নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত। হাকিমুলের পাশাপাশি তৃণমূল নেতা খইরুল ইসলাম ও আহসান মোল্লাও পাচ্ছেন একজন করে নিরাপত্তা রক্ষী।

Saokat Molla : ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার হোক, চান শওকত
যা বলছেন হাকিমুল…
এই প্রসঙ্গে হাকিমুল বলেন, ‘প্রশাসনকে আমার জানিয়েছিলাম যে প্রকাশ্যে আমাদের উপরে প্রাণনাশের হুমকি আসছে। আমাদেরকে মেরে দেওয়ার কথা বলা হচ্ছে। সওকত মোল্লা, আরাবুল ইসলাম ও আমাকে। আইএসএফ-এর গুন্ডাবাহিনী প্রকাশ্যে সবাদমাধ্যমের সামনে ধমকাচ্ছে তৃণমূল কংগ্রেসের আরও নেতৃত্ব-সহ আমাকে। আমরা জানিয়েছিলাম প্রশাসনকে। প্রশাসন যেটা ভাল বুঝেছে করেছে, আমার ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে।’

Bhangar TMC Leader : ‘…উৎসব, ১৪৪ ধারায় ছাড় আছে’, শহিদ সমাবেশ নিয়ে বেফাঁস লাভ হাউজের মালিক TMC নেতা
শুধু হাকিমুল নয়, প্রাণনাশের হুমকির কথা শোনা গিয়েছিল আরাবিলু ইসলামের গলাতেও। পঞ্চায়েক নির্বাচনের ফল প্রকাশের পর একসময় আরাবুলকে বলতে শোনা যায়, ‘প্রতিটা আইএসএফ-এর কর্মী বলছে আরাবুলের মাথা চাই, হাকিমুলের মাথা চাই, সওকত মোল্লার মাথা চাই, ভাঙড়ে আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করছি।’

Bhangar News : ‘ভাঙড়ের হাঙর কারা ওখানকার মানুষকে জিজ্ঞাসা করুন’, মমতাকে নিশানা নওশাদের
প্রসঙ্গত এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথম থেকেই তৃণমূল-আইএসএফ সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। চলেছে গুলি, পড়েছে বোমা। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। এই পরিস্থিতিতে গত জুন মাসেই এলাকার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার আগে নওশাদকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নিরাপত্তা দেওয়া হয় নওশাদকে।

Mamata Banerjee on Bhangar : ‘ভাঙড়ে হাঙররা গণ্ডগোল করেছে…’, ২১শের সভায় কাদের নিশানা মমতার?
এদিকে বারুইপুরের এসডিপিও-র ওপর গুলি চালানর ঘটনায় কুখ্যাত সমাজবিরোধী অহিদুল আলি মোল্লাকে গ্রেফতার করেছে করেছে পুলিশ। বারাসতের পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের বাবপুর এলাকায় আইএসএফ-এর রাজ্য সভাপতি বিশ্বজিৎ মাইতির বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। আইএসএফ নেতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করার পরেই প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল। অহিদুলকে আশ্রয় দেওয়ার জন্য বিশ্বজিৎকেও গ্রেফতারের জানিয়েছে শাসকদল। পালটা আইএসএফ-এর দাবি যেহেতু ভাঙড়ে শাসকদল পঞ্চায়েত গড়ছে, তাই আরাবুল বাহিনীর হাতে নিজের প্রাণের ঝুঁকি রয়েছে বুঝতে পেরেই নিজেকে বাঁচাতে বিশ্বজিৎ মাইতির বাড়ি তার আশ্রয় নিয়েছিল সে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *