Coffee House Kolkata : এবার হোম ডেলিভারি মিলবে কফি হাউসের কফি, কবে থেকে চালু পরিষেবা? – indian coffee house kolkata is starting online delivery soon


‘সোনালি বিকেলগুলো…’ ফিরে পাওয়ার সময় এল বলে! কফিহাউসের ধোঁয়া ওঠা কফির কাপ, পকোড়ায় রসনাতৃপ্তি আর বুকভরা আড্ডা—সময়ের অভাবে অনেকেই কাছেই এই স্মৃতি শুধু নষ্টালজিয়ায় মাখামাখি একটা মেমরি লেন। কিন্তু, এবার কফি হাউসের আড্ডা হতে পারে ড্রয়িংরুমেই! সৌজন্যে প্রযুক্তি এবং অনলাইন সার্ভিস।

এবার থেকে অনলাইনে কফিহাউসের কফি অর্ডার করতে পারবেন কলকাতাবাসী। সঙ্গে পছন্দের খাবারও। প্রযুক্তির সৌজন্যে কিছুক্ষণের মধ্যেই তা পৌঁছে যাবে গ্রাহকদের হাতে। তারপর চলুক না বৈঠকখানায় বৈঠকি আড্ডা!

Kolkata Restaurant : থাক না তেলকই, একটু চালকুমড়ো ফ্রাই হবে?
শিল্পী মান্না দের কণ্ঠে ‘কফি হাউস’ যেন রোদ-বৃষ্টি মাখানো একচিলতে স্মৃতি। জেন ওয়াই, জেড যাই হোক না কেন, প্রজন্মের পর প্রজন্মের অমোঘ টান এই কফি হাউসের প্রতি। সম্প্রতি শহরতলীতেও এই আড্ডা সুখ ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিল কফি হাউস কর্তৃপক্ষ। শ্রীরামপুর এবং ডায়মন্ড হারবারে খুলেছিল কফি হাউস। এবার আরও এক ধাপ এগিয়ে গেল তারা। অনলাইনে ডেলিভারি দেওয়া হতে চলেছে কফি হাউসের কফি।

জানা গিয়েছে, সম্প্রতি একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গে তারা যুক্ত হয়েছে। সেই অ্যাপ মারফতই চলবে ডেলিভারি। কফি হাউস থেকে গরম কফি কি আদৌ এসে পৌঁছবে? এই নিয়ে একটা সংশয় থেকেই যায়।

Govt Job: মাসিক বেতন ₹32 হাজার, উচ্চমাধ্যমিক পাশেই কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ! কোন পদে নিয়োগ?
যদিও বিষয়টি নিয়ে আলাদা চিন্তাভাবনা রয়েছে কফি হাউস কর্তৃপক্ষের। পেপার কাপে করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে কফি হাউসের কফি। আর এই বিশেষ কাপে কমপক্ষে ৩০ মিনিট গরম থাকবে এই পানীয়, দাবি কর্তৃপক্ষের। সেক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের বাড়িতে কফির কাপ পৌঁছে দিতে পারলেই কেল্লাফতে।

তবে শুধু গরম কফি নয়, কোল্ড কফিও অর্ডার মোতাবেক পরিবেশন করা হবে গ্রাহকদের। সঙ্গে ক্রেতারা অর্ডার দিতে পারবেন বিভিন্ন খাবারও। যদিও বাড়িতে অর্ডার করার জন্য সামান্য অর্থ বাড়তি গুণতে হতে পারে গ্রাহকদের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১ অগাস্ট থেকে এই পরিষেবা চালু হতে পারে।

West Bengal Health Department : অপ্রয়োজনীয় সিজ়ার বন্ধে কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের
প্রসঙ্গত, ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়া লাগছে কফি হাউসের পরিষেবায়। এতদিন পর্যন্ত নগদেই বিল মেটাতে হত বাঙালির এই আড্ডাঘরে। কিন্তু, সম্প্রতি অনলাইন পেমেন্টের দিকে ঝুঁকেছে কফি হাউসও। মূলত গ্রাহকদের যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কবে থেকে কফিহাউসে অনলাইন ডেলিভারির পরিষেবা পাওয়া যাবে? সেই দিকে তাকিয়ে আড্ডাপ্রেমীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *