CPIM West Bengal : ভোট বাড়াতে সিপিএমের ‘মিট দ্য ফ্যামিলি’ – cpim new plan meet the family to talk to candidates from families of those died in panchayat polls


এই সময়: পঞ্চায়েত নির্বাচনে ভোট শতাংশ দু’বছর আগের বিধানসভা ভোটের তুলনায় দ্বিগুণ হয়েছে বামেদের। বাম-কংগ্রেস-আইএসএফ জোট ভোট শতাংশের নিরিখে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বিজেপির দিকে সরে যাওয়া সমর্থনও ফিরছে বামেদের দিকে–এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই ঝোঁক ধরে রাখতে এখন থেকেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। সেই সাংগঠনিক প্রস্তুতিতে প্রথমেই ভোটার তালিকা থেকে ভুয়ো ও মৃত ভোটার বা পুরোনো ঠিকানা ছেড়ে অন্যত্র চলে যাওয়া ভোটারদের চিহ্নিত করার পথে হাঁটতে চলেছে সিপিএম।

BJP In West Bengal : বিক্ষুব্ধ বামেদের টানুন, সুকান্তদের সঙ্ঘ
আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকের পর বুধবার সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘লোকসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রস্তুতিতে ভোটার তালিকা পুরোপুরি স্যানিটাইজ করা কথা দলের এরিয়া কমিটি থেকে ব্রাঞ্চ কমিটিকে বলা হয়েছে।’ এই সাংগঠনিক প্রস্তুতি শুরু করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে ফলাফল আরও খুঁটিয়ে পর্যালোচনা করার জন্য দলের সদস্যদের সমস্ত বাম প্রার্থী, কর্মী-সমর্থক, ভোটারদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে সিপিএম নেতৃত্ব। সেলিমের কথায়, ‘মিট দ্য ফ্যামিলি এই কর্মসূচিতে আমরা পঞ্চায়েত ভোটে যাঁরা খুন হয়েছেন তাঁদের পরিবার, যাঁরা প্রার্থী হয়েছেন–তাঁদের সঙ্গে কথা বলব।

CPIM : তৃণমূলের পাশে যাওয়ায় কর্মীরা ক্ষুব্ধ, আঁচ পেল আলিমুদ্দিন স্ট্রিট
তফসিলি জাতি ও উপজাতি পরিবার থেকে সংখ্যালঘুদের সঙ্গেও কথা বলব। পঞ্চায়েত ভোটের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে আমরা সমস্ত ডেটা সংগ্রহ করতে চাইছি। সেই তথ্য নিয়ে আগামী রাজ্য কমিটির বৈঠকে আরও বিশদে পর্যালোচনা করা হবে।’ এই কর্মসূচিতে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে থেকে যৌথ আন্দোলন করতে গিয়ে নিচুতলায় যে বিভ্রান্তি তৈরি হয়েছে–সেই বিভ্রান্তিও কাটাতে চাইছে সিপিএম।

BJP In West Bengal : কারও ‘সেটিং’, কেউ সতর্ক
বিজেপি পরিকল্পিত ভাবে এই বিভ্রান্তি তৈরি করতে চাইছে বলে আলিমুদ্দিন স্ট্রিটের বক্তব্য। সেলিমের কথায়, ‘বিভ্রান্তি কেন দরকার? কারণ বিজেপি ভয় পেয়েছে। যাঁরা এক সময়ে বিজেপিকে সমর্থন করতেন, তাঁরা ক্রমেই বুঝতে পারছেন, বামপন্থীদের নেতৃত্বে যে শক্তি লড়াই করছে তাঁরাই সাচ্চা বিরোধী।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *