Dengue Fever : ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ, সচেতনতা বৃদ্ধিতে বাড়ি বাড়ি মাইকিং শুরু পুরসভার – bhatpara municipality door to door miking has started for awareness about dengue


Dengue Death : বর্ষা শুরু হতেই রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলার জন্য রাজ্যের সমস্ত পুরসভাকে সতর্ক করেছে স্বাস্থ্য দফতর। সেই মর্মে বিভিন্ন এলাকায় পুরসভার তরফে ডেঙ্গি সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে। ভাটপাড়া পুরসভার তরফেও ডেঙ্গু মোকাবিলার জন্য বাড়তি সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব মাল নিজের ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢুকে ডেঙ্গি সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন। শুধু তাই নয়, জমে থাকা জল থেকে কিভাবে মশার লার্ভা জন্মাচ্ছে সেই বিষয়ে সচেতন করেন তিনি।

Malaria In Kolkata : ডেঙ্গি ছাপিয়ে শহরে আতঙ্ক ম্যালেরিয়াও
এই বিষয়ে কাউন্সিলর বলেন, ‘ডেঙ্গি মোকাবিলায় আমরা সতর্ক। প্রতিদিন পুরসভার ওয়ার্ড কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার প্রচার চালাচ্ছেন’। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, ‘পুর এলাকায় অল্প কিছু সময় মানুষের ডেঙ্গির প্রভাব দেখা গিয়েছে। আমরা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সব রকম ব্যবস্থা নিয়ে রাখছি’।

Dengue Prevention : জল জমিয়ে রেখে মশার ‘লার্ভা চাষ’! ১৫০০ বাড়িতে নোটিশ হাওড়া পুরসভার
তিনি আরও বলেন, ‘গত বছরের তুলনায় এখনও পর্যন্ত এই বছর বেশ কিছুটা কম রয়েছে ডেঙ্গির প্রভাব। ২০২২ সালে ভাটপাড়া পুরসভা এলাকায় কিছু মৃত্যু হয়েছি ডেঙ্গিতে। এবার কোনও মৃত্যু হয়নি। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যাও অনেক কম’। শুধু ডেঙ্গিই নয়, সঙ্গে কিছু কিছু জায়গায় বাড়ছে ম্যালেরিয়াও। সেই নিয়েও সচেতন রয়েছে ভাটপাড়া পুরসভা। বিভিন্ন জায়গায় যেখানে বড় পরিসরে বৃষ্টির জল জমে বা জমার সম্ভাবনা থাকে, সেই সব জায়গায় ঠিকমতো নজরদারি না হওয়ার ফলেই পরিস্থিতি উদ্বেগজনক বলে অভিযোগ।

Dengue In West Bengal : বাংলায় আবার ডেঙ্গির ডেঞ্জার
পুরসভা সূত্রে খবর, ম্যালেরিয়ার মশা মূলত রাত ১০টা থেকে ভোর ৪টে পর্যন্ত কামড়ায়। কিন্তু মশারি টাঙানোর প্রবণতা কম থাকায় সমস্যা বাড়ছে। এই বছর ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। তবে জনস্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, তথ্য গোপন না করে, আসল তথ্য সামনে এলে মানুষকে সচেতন করতে হবে। জেলার বিভিন্ন হাসপাতাল, মেডিক্যাল কলেজে তৈরি হচ্ছে স্পেশ্যাল ইউনিট। কোথাও কোথাও মেডিসিন, পেডিয়াট্রিক, মাইক্রো বায়োলজি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হচ্ছে গোটা বিষয়টি।

Dengue In Kolkata : ৩ দিনের বেশি জ্বর? টেস্ট করানোটা মাস্ট
জুলাই শেষ হওয়ার আগেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজার অতিক্রম করেছে। শহরের পাশাপাশি গ্রামবাংলাতেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। প্রতি বছর বর্ষা এলেই চোখ রাঙায় ডেঙ্গি। ঋতু পরিবর্তনের কারণে যেহেতু এখন ভাইরাল জ্বরও হচ্ছে, তাই ডেঙ্গি জ্বর নিয়ে সাবধান থাকা জরুরি বলে জানাচ্ছেন চিকিৎসকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *