বাম আমল থেকে বেহাল অবস্থায় থাকা দমকল বিভাগের এবার হাল ফিরতে চলেছে তৃণমূল সরকারের আমলে। কোন্নগর পুরসভার অন্তর্গত জি টি রোড এর ওপরেই রয়েছে ভগ্নদশার একটি দমকল বিল্ডিংটি। যাদের উপর মানুষের সুরক্ষার দায়িত্বে সেই দমকল কর্মী তারাই দীর্ঘদিন থেকে অসুরক্ষিত ভাবেই কাজকর্ম চালাচ্ছে এই বিপদগ্রস্থ বিল্ডিং থেকেই। বাম সরকারের দীর্ঘ ৩৪ বছরের আমলেও হয়নি এর কোনও ব্যবস্থা। সরকার পরিবর্তনের প্রায় ১২ বছর পর তৃণমূল সরকারের আমলে কোন্নগর পুরসভার সহযোগিতায় নতুন জায়গায় নতুন বিল্ডিং পেতে চলেছে দমকল।আর এটা একটা খুব ভালো উদ্যোগ বলেই মনে করছে কোন্নগরের মানুষ।
দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায় কোন্নগরের প্রধান দমকল অফিসটি। বিল্ডিংয়ের কোথাও দিয়ে নেবে এসেছে বট গাছের ডাল,তো কোথাও খুলে পড়ছে জানলা দরজা,আবার ছাদের বিভিন্ন জায়গা থেকে খুলে পড়ছে চাঙ্গড়।এমনই ভয়াবহ পরিস্থিতিতে বিপদকে সঙ্গী করেই কাজ চালিয়ে যাচ্ছিল দমকলের কর্মীরা।এলাকার বাসিন্দারাও এই বিষয়টি নিয়ে বরংবার সোচ্চার হয়েছে।এমন একটা গুরুতবপূর্ণ বিভাগ কিভাবে এমন ভগ্নপ্রায় বিল্ডিংয়ের মধ্যে থেকে কাজ চালায় সেই নিয়ে সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেও।কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি।জীবন হাতে নিয়েই এই বিল্ডিংয়ের ভিতরেই রান্না বান্না থেকে শুরু করে দিন কাটানো সব কিছুই করতে হয় দমকল কর্মীদেরকে।যে কোনও সময়েই ভেঙে পড়তে পারে বিল্ডিংটি এই আশঙ্কা নিয়েই কাজ চালিয়ে চলেছেন দমকল কর্মীরা।কিন্তু এবার সেই অবস্থার পরিবর্তন ঘটতে চলেছে তৃণমূল সরকারের আমলে। কোন্নগর পুরসভার সহযোগিতায় নতুন জায়গায় নতুন বিল্ডিং পেতে চলেছে দমকল বিভাগ।
যদিও দমকল অফিসের এই ভগ্ন দশা নিয়ে কোন্নগরের এক বাসিন্দা জয়ন্ত চক্রবর্তী বলেন, মানুষের বিপদে রাত দুপুরে ছুটে যায় যারা সেই দমকল কর্মীরাই দীর্ঘদিন ধরে বিপদে।দীর্ঘদিন ধরেই তারা দেখে আসছে এই ভগ্ন দশার বিল্ডিং থেকেই কাজ চালায় দমকল কর্মীরা।যেটা খুবই বিপদ জনক।যাদের হাতে মানুষের সুরক্ষার দায়িত্ব তাদের সুরক্ষা কোথায়।কিন্তু এখন শুনতে পাওয়া যাচ্ছে যে কোন্নগর পুরসভা এই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে চলেছে। আর খুব দ্রুতই হয়তো দমকল বিভাগ নতুন কোন জায়গায় নতুন বিল্ডিং পেতে চলেছে।কোন্নগরের মানুষ হিসাবে কখনোই কেউ চায়নি যে দমকলের মতন একটা গুরুত্বপূর্ণ বিভাগ কোন্নগর থেকে সরে যাক।কিন্তু এবার কোন্নগর পুরসভা যে এই বিষয়ে হস্তক্ষেপ করছে এটা খুবই আনন্দের বিষয়।
এই বিষয়ে কোন্নগর পুরসভার পুর প্রধান স্বপন দাস বলেন, জমি জটের কারণে দীর্ঘদিন এই দমকল অফিসটি ভগ্নপ্রায় অবস্থায়।আর আর তিনি কোন্নগরের মানুষ হিসেবে কখনওই চান না যে দমকল অফিসটি কোন্নগর থেকে অন্য কোথাও চলে যাক। এই অফিস থেকেই উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত সমস্ত জায়গার মানুষ দমকল বিভাগের সুবিধা পায়।তাই এবার পুরসভার বোর্ড মিটিংয়ে সকলের সম্মতিতে ঠিক হয়েছে যে কোন্নগর স্টেশনের কাছেই হিম পাইপ এলাকায় প্রায় কয়েক কোটি টাকা মূল্যের একটি জমি দমকল বিভাগকে হস্তান্তর করা হয়েছে। আর সেই জায়গাটি স্টেশনের কাছে হওয়ায় দমকল বিভাগ ও খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যেতে পারবে যে কোন বিপদে। জমিটি আগামী মাসেই দমকলের কাছে হস্তান্তর করে দেওয়া হবে,আর যতদিন না নতুন বিল্ডিং সেখানে তৈরি হচ্ছে সেখান থেকেই দমকল বিভাগ যে কাজ চালাবে তার ব্যাবস্থা করে দেওয়া হবে।তারপর দমকল কতৃপক্ষ ঠিক করে নেবে নতুন বিল্ডিং তারা কখন তৈরি করবে।কিন্তু নতুন বিল্ডিংয়ের জন্য জমি ঠিক করা হয়ে গেছে ইতিমধ্যেই আর বোর্ড মিটিংয়ে সেটা পাশ করানো হয়ে গেছে।আর কোন্নগর পুরসভা দমকল বিভাগের মতন একটা গুরুত্বপূর্ণ বিভাগের পাশে দাঁড়াতে পেরে যথেষ্টই খুশি। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোন্নগরের মানুষ।দীর্ঘ বাম জামানা থেকেই না হওয়া একটি কাজ এবার সফল হতে চলেছে।