Howrah Bangeshwar Temple : হাওড়ার এই মন্দিরেই মিলবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন, শ্রাবণে ভক্তদের ঢল – howrah bangeshwar mahadev temple devotees could see dwadash jyotirling in shravan maas 2023


চলছে শ্রাবণ মাস। এই মাসটি ভগবান শিবকে উৎসর্গীকৃত। শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের নামে বিভিন্ন মন্দিরে জলাভিষেকের দ্বারা পুজো করা হয়। এই সময়ে শিবভক্তরা বারোটি জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করেন। জ্যোতির্লিঙ্গগুলি দর্শন, সেখানে জল নিবেদন করে ও প্রার্থনা করে ভগবান ভোলেনাথকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তাঁরা। তবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভ্রমণ সকলের পক্ষে সম্ভব হয় না। কারণ এটি খুবই ব্যয়বহুল। তাই যাঁরা সাধ থাকা সত্ত্বেও সাধ্যের অভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করতে পারেন না, তাঁদের জন্য রয়েছে স্বল্প খরচে বাবা ভোলেনাথের দর্শন পাওয়ার সুযোগ। হাওড়ার এক জায়গায়, একই মন্দিরে বারোটি জ্যোতির্লিঙ্গেরই দর্শন পেতে পারেন তাঁরা।

উত্তর হাওড়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণে ১২টি জ্যোতির্লিঙ্গের একটি মন্দির তৈরি করা হয়েছে। যদিও মন্দিরটি খুবই পুরনো। এই মন্দির চত্বরেই ২০১৫ সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৫১ ফুট উঁচু মূর্তি উন্মোচন করেন। এই মন্দিরের বিশেষত্ব হল ভগবান ভোলেনাথের ৫১ ফুট উঁচু মূর্তি এবং একসঙ্গে একই মন্দির প্রাঙ্গণে বারোটি জ্যোতির্লিঙ্গেরই দর্শন পাওয়া যায়।

Top Shiva Temple In India : চোঁ-চোঁ শব্দে দুধ খাচ্ছেন পাথরের নন্দী মহারাজ! ‘অলৌকিক’ ঘটনায় ভক্তিতে গদগদ শিবভক্তরা
শ্রাবণ মাস শুরু হওয়ার পর থেকেই, ভক্তদের ঢল নেমেছে এই মন্দিরে। সোমবারে তো অবশ্যই, এছাড়াও প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসছেন কাতারে কাতারে ভক্ত। তাঁরা জল ঢালছেন বাবার মাথায়। চলছে বিশেষ পুজোপাঠ। ভগবান মহাদেবকে মনের প্রার্থনা জানাচ্ছেন ভক্তর। প্রত্যকের একটাই আশা, জলাভিষেকের মাধ্যমে বাবা মহাদেবকে তুষ্ট করা ও তাঁর আশীর্বাদ পাওয়া।

Jalpesh Mandir : শ্রাবণে জল্পেশে ভক্তদের ঢল, শিবলিঙ্গে জল ঢালার সময় মানতে হবে হাইকোর্টের নির্দেশ
প্রসঙ্গত দেশে যে ১২টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলি হল ১. রামেশ্বরম, তামিলনাড়ুতে অবস্থিত, ২. ওমকারেশ্বর, মধ্যপ্রদেশে অবস্থিত, ৩. সোমনাথ, গুজরাতে অবস্থিত, ৪. মল্লিকার্জুন, অন্ধ্র প্রদেশে অবস্থিত, ৫. মহাকালেশ্বর, উজ্জইন মধ্যপ্রদেশে অবস্থিত, ৬. কেদারনাথ, উত্তরাখণ্ডে অবস্থিত, ৭. ভীমাশঙ্কর, মহারাষ্ট্রে অবস্থিত, ৮, বিশ্বেশ্বর কাশী বিশ্বনাথ, বেনারসে অবস্থিত, ৯. ত্র্যম্বকেশ্বর, মহারাষ্ট্রে অবস্থিত, ১০. বৈদ্যনাথ ধাম, দেওঘর ঝাড়খণ্ড, ১১. নাগেশ্বর, গুজরাতে অবস্থিত এবং ১২. ঘূষমেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত।

Mahakal Mandir : ঝমঝমিয়ে বৃষ্টিতে জলমগ্ন মহাকাল মন্দির, ভাসছে জ্যোতির্লিঙ্গ স্থল! প্রবল দুর্যোগের আশঙ্কা
এদিকে রাজ্যের অন্যান্য যে সমস্ত শৈবক্ষেত্রগুলি রয়েছে। সেখানেও ব্যাপক ভিড় জমাচ্ছেন ভক্তরা। তারকেশ্বর, জল্পেশ, ঘণ্টেশ্বরের মনতো মন্দিরগুলিতে শিবলিঙ্গে জল ঢালতে প্রতিদিনিই পড়ছে বিরাট লাইন। কেউ যাচ্ছেন বাবার কাছে মনের প্রার্থনা জানাতে, কেউ আবার মনোবসান পূর্ণ হওয়ায় যাচ্ছেন মানসিক পালন করতে। সব মিলিয়ে গোটা শ্রাবণজুড়ে একই ছবি সমস্ত শিব মন্দিরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *