I Phone 14 : আইফোন ১৪ কিনতে টাকা প্রয়োজন! আটমাসের শিশুপুত্রকে বিক্রি পানিহাটির দম্পতির – i phone 14 needed to make reels panihati couple sold eight month old kid


ফের এক লজ্জাজনক ঘটনা। আইফোনের লোভে ৮ মাসের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগণার পানিহাটির গান্ধীনগর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দামি অ্যাপেলের আইফোন কিনে রিল শ্যুট করার জন্য ওই শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই ঘটনায় ওই দম্পতি ও যে মহিলা শিশুটিকে কিনেছেন, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

North 24 Parganas News : নেশার টাকার জন্য ২ লাখে সন্তানকে ‘বিক্রি’ বাবা-মায়ের! পানিহাটিতে গ্রেফতার দম্পতি
ঠিক কী ঘটেছে?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়দেব ও সাথী নামের ওই দম্পতির একটি ৭ বছরের কন্যা ও ৮ মাসের পুত্র সন্তান রয়েছে। গোটা রাজ্যের ভ্রমণকেন্দ্রগুলি ঘুরে রিল বানানোর জন্য তাঁদের একটি আইফোন ১৪ দরকার ছিল। সেই কারণেই আটমাসের ওই শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার থেকেই বাড়ি থেকে ওই শিশুটি নিখোঁজ হয়ে যায়।

গোটা বিষয়টি প্রতিবেশীদের চোখে পড়তেই তাঁরা সাথীকে প্রশ্ন করে। প্রতিবেশীদের চাপের মুখেই ওই মহিলা স্বীকার করে তিনি ও তাঁর মিলে যুক্তি করে আইফোন কেনার জন্য এক মহিলার কাছে শিশুটিকে বিক্রি করে দিয়েছেন। এমনকী সাত বছরের কন্যা সন্তানকেও বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানতে পেরেছেন প্রতিবেশীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Dakshin 24 Parganas : পরকীয়ার জেরে গর্ভবতী, সন্তান ভূমিষ্ঠ হতেই ২ লাখ টাকায় বিক্রি
কীভাবে ধরা পড়লেন ওই দম্পতি?

জয়দেব ও সাথীর আচরণ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাদের হাতে হঠাৎ করে ঝাঁ চকচকে আইফোন দেখে সন্দেহ হয় প্রতিবেশীদেরও। যাঁদের দিন আনতে পান্তা ফুরোয়, তাদের হাতে দামি ফোন দেখে চমকে যান প্রতিবেশীরা। তারপরই আটমাসের সন্তান সম্পর্ক খোঁজ খবর নিতেই বেরিয়ে আসে আসল তথ্য।

খড়দার এক মহিলার কাছে ওই শিশুটিকে বিক্রি করা হয়। প্রতিবেশীদের মারফত খবর যায় পুলিশের কাছে। পুলিশ খড়দা থেকে শিশুটিকে উদ্ধার করেছে। স্থানীয় কাউন্সিলর তারক গুহ এ প্রসঙ্গে টাইমস নাওকে বলেন, ‘শিশুটিকে বিক্রি করে দেওয়ার পর জয়দেব তাঁর সাত বছরের কন্যাকেও বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ ওই দম্পতি ও ক্রেতা মহিলাকে গ্রেফতার করেছে।’

Drug Smuggling : কোলে ৯ মাসের সন্তান, ব্যাগে ৪ লাখ টাকার নিষিদ্ধ মাদক! কোচবিহারে STF-এর জালে দম্পতি
অন্যদিকে ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *