Muharram 2023 : ‘কোনও ধর্মীয় নীতি এটা বলে না…’, মহরমের আগে বড় নির্দেশ হাইকোর্টের – calcutta high court ordered west bengal police to issue notification against continuous drum beating on muharram


২৯ জুলাই মহরম। তার আগে বুধবার পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্দেশে নির্দেশ বড় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, মহরমকে কেন্দ্র করে অযথা তারস্বরে ড্রাম বাজানো ও খোলা আকাশের নীচে রান্নাঘর তৈরি করে জনগণের কোনও সমস্যা তৈরি করা যাবে না। পশ্চিমবঙ্গ পুলিশ ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তা নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএম শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মৌখিকভাবে আদালত জানিয়েছে, একজন নাগরিককে এমন কিছু শোনার জন্য কখনই বাধ্য করা উচিত যা তাঁর অপছন্দ বা শোনার কোনও প্রয়োজন নেই।

Muharram 2023 In India : চলতি মাসেই পালিত হবে মহরম, ভারতে ছুটি কবে?
মহরমের ড্রাম বাজানোর সময়সীমা বেঁধে দিয়ে পুলিশকে নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ক্রমাগত ড্রাম বাজানো চলতে পারে না। পুলিশকে আদালতের পরামর্শ, সকালে দু’ঘণ্টা এবং বিকেলে দু’ঘণ্টা যেন ড্রাম বাজানোর জন্য বরাদ্দ করা হয়।

প্রধান বিচারপতি বলেন, ‘সকালে ৮টার আগে কখনই ড্রাম বাজানো চালু করা উচিত নয়। এতে স্কুল পড়ুয়া, বয়স্ক ও অসুস্থ মানুষদের সমস্যা হতে পারে। সেই কারণে সকালে দু’ঘণ্টা ও বিকেলে দু’ঘণ্টা সময় বরাদ্দ করা হোক। তবে সন্ধে ৭টার পর ড্রাম বাজানো কখনই উচিত নয়।’

Muharram 2023 Date: কেন পালিত হয় মহরম? ‘আশুরা’-র দিন ঘোষণা সৌদি আরবের
মহরমে তারস্বরে ড্রাম বাজানো মামলা করেন এক মহিলা। মামলায় তিনি অভিযোগ করেন, মহরম সময় তাঁর বাড়ির পার্শ্ববর্তী এলাকায় মাঝরাত অবধি ক্রমাগত ড্রাম বাজানো হয়। এর ফলে স্থানীয় বাসিন্দাদের অনেকরই সমস্যা হয়। মহিলার অভিযোগ, পুলিশকে গোটা ঘটনার কথা বলা হলে তাঁকে জানো হয়, ‘আদালতের নির্দেশ দিয়ে আসুন।’

উল্লেখ্য, বকরি ইদের পর ২৯ জুলাই ধর্মপ্রাণ মুসলিমরা পালন করবেন মহরম। ইতিমধ্যেই গোটা রাজ্যের পাশাপাশি দেশে চলছে মহরম পালনের প্রস্তুতি। গোটা বিশ্বের শোকের পরব হিসেবে মহরম পালন করেন মুসলিমরা। ইসলামীয় চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাসের দশম দিনেই মহরমের আশুরা পালিত হয়।’

Calcutta High Court : মুক্তিতেও মুক্তি কই যৌনকর্মীর মেয়ের!
ভারতের ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৮ জুলাই, শুক্রবার থেকে শুরু হবে নতুন বছর। এরপর শনিবার ২৯ জুলাই গোটা দেশে আশুরা পালিত হবে বলে জানা গিয়েছে। ওইদিনই গোটা দেশে মহরম (Muharram 2023 In India) পালিত হবে বলে জানা গিয়েছে। ওই দিনটি ভারতে সরকারি ছুটি রয়েছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *