Nadia News : মাঝরাতে পরিবারের সদস্যদের ঘরে আটকে ডাকাতি! নদিয়ায় কয়েক লাখ টাকার গয়না নিয়ে চম্পট – a gold shop was robbed at midnight in nadia after the family members were locked up outside


মধ্যরাতে সোনার দোকানে চোরের হানা। কয়েক লাখ টাকার সোনা ও রুপোর গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। রাতের অন্ধকারে গৃহকর্তার শোয়ার ঘরের দরজা বাইরে থেকে আটকে বাড়ি সংলগ্ন অলংকার সামগ্রীর দোকানের সাটার ভেঙে চুরি করে চম্পট দিল চোরেরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনার খবর সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নদিয়া জেলার শান্তিপুরের লেবুতলা পাড়ায়। সূত্রের খবর, বুধবার গভীর রাতে শান্তিপুর লেবুতলা পাড়া এলাকার বাসিন্দা বাপ্পা বৈরাগী নামে এক ব্যক্তির বাড়ি সংলগ্ন জুয়েলারি দোকানে হানা দেয় কিছু দুষ্কৃতী।

Trinamool Leader : খোয়া গেল নগদ টাকাসহ মূল্যবান জিনিস, খোদ তৃণমূলের জয়ী প্রার্থীর বাড়িতে দুঃসাহসিক চুরি
অভিযোগ তারা বাপ্পা বৈরাগীর ঘরের দরজা বাইরে থেকে দড়ি দিয়ে আটকে দোকানের সাটারের তালা ভেঙে ৭ কেজি রুপো ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবার ভোরে দরজা খুলতে গিয়ে দরজা বাইরে থেকে আটকানো দেখে সন্দেহ হয় বাপ্পা বাবুর। পরে ঘর থেকে বেরোলে বিষয়টি সামনে আসে। ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দোকান মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর পুলিশ। এই বিষয়ে বাপ্পা বৈরাগী বলেন, ‘প্রত্যেকদিন রাতেই এই ঘরেই ঘুমাই আমি। কোনওদিন এই ধরনের ঘটনা ঘটেনি।

Bankura News : মাঝরাতে ATM মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টা! চাঞ্চল্য বাঁকুড়ায়
আজ সকালে ঘুম থেকে উঠে যখন দরজা খুঁজতে যাই, তখন দেখি দরজা খুলছে না। তারপর বাড়ির বাকি সদস্যদের ডাক দিলে তাঁরা এসে দরজা খুলে দেন। আর তখনই সবাই বাইরে বেরিয়ে দেখতে পাই যে চুরি হয়েছে। মোট ৭ কেজির মতো গয়না নিয়ে পালিয়েছে চোর। কয়েক লাখ টাকার ক্ষতি হল’।

South 24 Parganas News : ‘ঠাকুমা, গয়না খুলে ব্যাগে রাখুন…’, ফিল্মি কায়দায় ছিনতাই জয়নগরে
মাঝ রাতের অন্ধকারের সুযোগ নিয়েছে চোর বা চোরের দল, এমনটাই জানিয়েছেন তিনি। দোকানে কোনও CCTV ক্যামেরা না থাকারও সুযোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন তিনি। এই বিষয়ে তদন্তে নেমে এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। তবে আশেপাশের এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। মধ্যরাতে এই কাণ্ড ঘটায় কোনও প্রত্যক্ষদর্শীও খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া জানা গিয়েছে, বিগত কয়েক মাসে আশেপাশের কোনও এলাকাতেই সোনার দোকানে চুরি বা ডাকাতির রিপোর্ট আসেনি। তাই কোন গ্যাং এই কাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত না করে বলা মুশকিল পুলিশের তরফে। স্বভাবতই এই চুরির তদন্ত বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে শান্তিপুর থানার পুলিশের কাছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *