New Town : জন্মদিনের পার্টিতে শ্লীলতাহানি, গ্রেফতার জিম ট্রেনার – new town a gym trainer is allegedly arrested for molesting a girl


এই সময়, রাজারহাট: কয়েকদিন আগেই কোচের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়া এবং অশ্লীল আচরণের অভিযোগ তুলেছিলেন জাতীয় স্তরের এক স্কেটিং খেলোয়াড়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নিউ টাউনের এক জিম ট্রেনারের বিরুদ্ধে কুপ্রস্তাব, অশ্লীল আচরণ, জোর করে আটকে রাখা এবং শ্লীলতাহানির অভিযোগ তুললেন তাঁরই এক সহকর্মী। এ নিয়ে নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে পুলিশ সোহেল মামুন নামে মুর্শিদাবাদের বাসিন্দা ওই জিম ট্রেনারকে গ্রেপ্তার করেছে।

New Town : ‘শ্লীলতাহানি’! জাতীয় স্তরের খেলোয়াড়ের তিরে কোচই
পুলিশ সূত্রের খবর, বীরভূম ময়ূরেশ্বরের বাসিন্দা এক কলেজ ছাত্রী পড়াশোনার জন্য নিউ টাউনে ঘর ভাড়া নিয়ে থাকেন। হাত খরচ চালানোর জন্য পার্ট টাইম জব হিসাবে তিনি এলাকায় একটি জিম সেন্টারে রিসেপশনিস্টের কাজও করতেন। তরুণীর অভিযোগ, গত সোমবার জিম ট্রেনার সোহেল মামুন তাঁর জন্মদিন পালন করেন একটি ফ্ল্যাটে। রাত এগারোটা নাগাদ সেই ফ্ল্যাটে ডাকা হয় ওই তরুণীকে।

Midnapore News : পিংলায় ছাত্রীকে গণধর্ষণ-খুনের মামলায় ফাঁসির সাজা ২ জনের, যাবজ্জীবন কারাদণ্ড মহিলার
ট্রেনারের আমন্ত্রণ পেয়ে তরুণী জন্মদিনের পার্টিতে যান। অভিযোগ, পার্টি শেষে একে একে সকলেই বেরিয়ে গেলেও ওই তরুণীকে প্রথমে নানা অছিলায় ও পরে জোর করে আটকে রাখেন সোহেল মামুন। মদ্যপ অবস্থায় তিনি তরুণীকে কুপ্রস্তাব দেন এবং তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। তরুণীর আরও অভিযোগ, তিনি এসবের প্রতিবাদ করলে তাকে অশ্রাব্য গালিগালাজ করেন অভিযুক্ত যুবক। এমনকী, এসব কথা বাইরে বললে তার পরিণতি খুব খারাপ হবে বলে শাসানিও দেন তরুণীকে।

Purba Medinipur : মেয়েদের স্কুলের রাস্তায় রোমিওদের উৎপাত! অভিযোগ জমা পড়তেই আটক ১
কোনও রকমে বুদ্ধি খাটিয়ে সেই রাতে নিজের ভাড়া বাড়িতে ফেরেন ওই তরুণী। মঙ্গলবার সকালে তিনি নিউ টাউন থানায় গিয়ে জিম ট্রেনারের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা, কুপ্রস্তাব-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে বারাসত জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *