পুলিশ সূত্রের খবর, বীরভূম ময়ূরেশ্বরের বাসিন্দা এক কলেজ ছাত্রী পড়াশোনার জন্য নিউ টাউনে ঘর ভাড়া নিয়ে থাকেন। হাত খরচ চালানোর জন্য পার্ট টাইম জব হিসাবে তিনি এলাকায় একটি জিম সেন্টারে রিসেপশনিস্টের কাজও করতেন। তরুণীর অভিযোগ, গত সোমবার জিম ট্রেনার সোহেল মামুন তাঁর জন্মদিন পালন করেন একটি ফ্ল্যাটে। রাত এগারোটা নাগাদ সেই ফ্ল্যাটে ডাকা হয় ওই তরুণীকে।
ট্রেনারের আমন্ত্রণ পেয়ে তরুণী জন্মদিনের পার্টিতে যান। অভিযোগ, পার্টি শেষে একে একে সকলেই বেরিয়ে গেলেও ওই তরুণীকে প্রথমে নানা অছিলায় ও পরে জোর করে আটকে রাখেন সোহেল মামুন। মদ্যপ অবস্থায় তিনি তরুণীকে কুপ্রস্তাব দেন এবং তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। তরুণীর আরও অভিযোগ, তিনি এসবের প্রতিবাদ করলে তাকে অশ্রাব্য গালিগালাজ করেন অভিযুক্ত যুবক। এমনকী, এসব কথা বাইরে বললে তার পরিণতি খুব খারাপ হবে বলে শাসানিও দেন তরুণীকে।
কোনও রকমে বুদ্ধি খাটিয়ে সেই রাতে নিজের ভাড়া বাড়িতে ফেরেন ওই তরুণী। মঙ্গলবার সকালে তিনি নিউ টাউন থানায় গিয়ে জিম ট্রেনারের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা, কুপ্রস্তাব-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে বারাসত জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।