ওভার সাইজ শার্টে নজর কাড়লেন রাকুল। একেবারে ছিমছাম এয়ারপোর্ট লুকে ধরা দিলেন ক্য়ামেরায়। মিষ্টি হাসিতে মন কাড়লেন সকলের।এক মুখ হাসি নিয়ে ভক্তদের সঙ্গে তুললেন সেলফি। এদিন রাকুলের লুক বেশ নজর কেড়েছে তা বলাই যায়। চোখে সানগ্লাস আর ওভার সাইজ শার্টে বেশ অন্য রকম লাগছিল এদিন অভিনেত্রীকে।