Teacher Recruitment : সুপ্রিম নির্দেশে তালিকা প্রকাশ – school service commission published the list of 907 teachers of 11th and 12th on the order of the supreme court


এই সময়: সুপ্রিম কোর্টের নির্দেশে একাদশ ও দ্বাদশে ৯০৭ জন শিক্ষকের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বুধবার ওই প্রার্থীদের শুধু নাম ও রোল নম্বর প্রকাশ করা হয়েছে। মঙ্গলবারই একাদশ-দ্বাদশে প্যানেলভুক্ত ৫৫৫৬ জন প্রার্থীর ওএমআর শিট মুখবন্ধ খামে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ।

Supreme Court : SSC নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট প্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ
একাদশ-দ্বাদশের ওএমআর শিট প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এক চাকরিপ্রার্থী। সেই আবেদনের প্রেক্ষিতে ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই রায়কে চ্যালেঞ্জ করে চাকরিপ্রার্থীরা ডিভিশন বেঞ্চে গেলে রায় অপরিবর্তিত থাকে। শুধু এক সপ্তাহ সময় বেড়েছিল। সুপ্রিম কোর্টেও এ নিয়ে পাল্টা মামলা করেন চাকরিপ্রার্থীরা।

TET Pass Mark: সংরক্ষিত আসনে টেট পাশে দরকার কত নম্বর? এবার মামলা গেল তৃতীয় বেঞ্চে
সুপ্রিম কোর্ট জানায়, এখনই ওএমআর শিট প্রকাশের দরকার নেই। সেগুলি মুখবন্ধ খামে জমা দিতে হবে। সঙ্গে ওয়েটিং লিস্টে থাকাদের ওএমআর শিটও জমা দিতে হবে। প্রকাশ করতে হবে ৯০৭ জনের নামের তালিকাও। সেই মতো নিজেদের ওয়েবসাইটে ৯০৭ জনের নামের তালিকা প্রকাশ করল কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *