চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গি, বিশেষ উদ্যোগ মালদা জেলা স্বাস্থ্য বিভাগের


Dengue চোখ রাঙাচ্ছে Malda জেলাতেও। এখনও পর্যন্ত জেলায় জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। বিষয়টি উদ্বেগের কারণ হয়ে উঠেছে জেলা স্বাস্থ্য দফতরের কাছে। ডেঙ্গি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিল জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, ডেঙ্গি রোধে প্রতি বুধবার করে জমা জল নিষ্কাশন এর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় প্রায় ৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এছাড়া প্রতি সপ্তাহে থেকে দুইজন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

Dengue Fever : সংক্রামিত মাত্র ২! ডেঙ্গি রোধে সফল নবদ্বীপ পুরসভা
যদিও এই মুহূর্তে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত একজন রোগী চিকিৎসাধীন রয়েছে। যদিও বর্ষা বাড়বাড়ন্ত না থাকায় ডেঙ্গির প্রভাব অনেকটাই কম রয়েছে বলে জানিয়েছেন মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী জানান, গত বছরের তুলনায় এ বছরে অনেকটাই ডেঙ্গি সংক্রমণ আমাদের জেলায় কম। এর মধ্যে সাপ্তাহিক এক থেকে দুজন ডেঙ্গি আক্রান্ত হচ্ছে। মালদা জেলাতে বর্তমানে বৃষ্টিপাত অনেকটাই কম তবে এই মুহূর্তে বর্ষার সময় আমাদেরকে বিশেষভাবে নজর দিয়ে রাখতে হবে।

Dengue Fever : সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ফের রাজ্যে ডেঙ্গির বলি ১
তিনি আরও জানান, ব্লক স্বাস্থ্য হাসপাতালগুলিতে এবিষয়ে সজাগ রয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা জানান, এই মুহূর্তে একজন মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে। আমাদের চিকিৎসকরা রীতিমতো সজাগ রয়েছে।

Dengue In West Bengal : বাংলায় আবার ডেঙ্গির ডেঞ্জার
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ডেঙ্গু বিষয় নিয়ে আমরা সজাগ রয়েছি। প্রায় ১৬০ জন কর্মী ডেঙ্গু বিষয় নিয়ে কাজ করছে। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সার্ভে করছি। ১০০ শতাংশ কাজ করছি কোনও রকম জল জমা আমরা করতে দিচ্ছি না।

Dengue Cases: রাজ্যে ডেঙ্গির থাবা ধরাচ্ছে ভয়!

যদিও ইংরেজবাজার পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতরের এই তথ্যকে মানতে নারাজ ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরি। তিনি জানান, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এখনও পর্যন্ত প্রায় ৭৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। কিন্তু আমাদের সন্দেহ সরকার এই তথ্য সঠিক দিচ্ছে কিনা ডেঙ্গু আক্রান্ত সংখ্যা আরো বাড়ছে। যেটা সরকার দিচ্ছে না। আমরা জানুয়ারি থেকে কোনoরকম ভাবে পুরসভার কোনও উদ্যোগ দেখলাম না। ডেঙ্গু বিষয়ে সচেতন করতে এই কিছুদিন হলে কাজ দেখা যাচ্ছে। এই সংখ্যাটা কেবলমাত্র ৭৪ না, এটা একশোর বেশি হয়ে গেছে যেটা সরকার সম্পূর্ণ লুকোচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *