পরিবারের লোকজন জানিয়েছেন, তৃণমূলের একুশে জুলাই শহিদ সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন বক্সিরহাটের তৃণমূল সমর্থক সুশীল রাভা। সভা শেষে বাড়ি ফেরার জন্য ট্রেনেও চেপেছিলেন। কিন্তু একসপ্তাহ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় ওই তৃণমূল কর্মীর পরিবার। বিষয়টি নিয়ে তৃণমূল নেতাদের জানানো হলেও দলীয় নেতাদেরও হেলদোল দেখা যাচ্ছে না।
বাধ্য হয়ে তুফানগঞ্জের বক্সিরহাট থানায় মিসিং ডায়েরি করেছেন ওই তৃণমূল কর্মীর স্ত্রী। নিখোঁজ তৃণমূল কর্মীর স্ত্রী ফুলেশ্বরী রাভা বলেন, ‘মালদা ষ্টেশনে খবর কেনার জন্য ট্রেন থেকে নামলে তিনি ট্রেনে উঠতে পারেননি। তার কাছে মোবাইল ফোন নেই। গোটা বিষয়টি স্থানীয় নেতাদের জানানো হলেও কোনো কাজ হয়নি।’
যদিও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘ঘটনার খবর আমরা জানি। ওই কর্মীর খোঁজে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় খবর পাঠানো হয়েছে। আমরা ওই পরিবারের পাশে আছি।’ তুফানগঞ্জ-২ এর মহিষকুচি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাগলিরকুঠি এলাকার বাসিন্দা সুশীল রাভা। একুশে জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশে যোগ দিতে গ্রামেরই অন্যান্য তৃণমূল কর্মীদের সঙ্গে কলকাতায় যান।
সমাবেশ শেষ হওয়ার পর শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তিনি। মালদা স্টেশনে ট্রেন দাড়ালে খাবার কিনতে ট্রেন থেকে নামেন তিনি। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। তাঁর সঙ্গে থাকা অন্যান্য তৃনমুল কর্মীরা গ্রামে বাড়ি ফিরে গোটা বিষয়টি পরিবারকে জানায়। গোটা বিষয়টিতে দুশ্চিন্তায় পড়েছেন নিখোঁজ তৃণমূল কর্মীর ঘটনার সময় ওই তৃণমূল কর্মীর কাছে মোবাইল না থাকায় সমস্যা বেড়েছে। বক্সিরহাট থানার পুলিশ জানিয়েছে। নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছে। ওই ব্যক্তির খোঁজে সবরকম চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, এর উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁর এক তৃণমূল কর্মীর নিখোঁজ হওয়ার কথা জানতে পারে যায়। বসিরহাটের মিনাখাঁ থানার পশ্চিম জয়গ্রামের বাসিন্দা আবু তালেব মোল্লা নিখোঁজ হয়ে যান ২১ জুলাইয়ের সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে। এরপর অবশ্য তাঁর খোজ মেলে। ফের আরও এক তৃণমূল কর্মীর নিখোঁজ হওয়ার ঘটনা উঠে এল কোচবিহার জেলা থেকে।

 
                     
                     Cooch Behar News : ভোট মিটলেও হিংসার রেশ গিতালদহে! গৃহশিক্ষকের বাড়ির সামনে বোমাবাজি ঘিরে চাঞ্চল্য
Cooch Behar News : ভোট মিটলেও হিংসার রেশ গিতালদহে! গৃহশিক্ষকের বাড়ির সামনে বোমাবাজি ঘিরে চাঞ্চল্য Panchayat Election Violence : 'টাকার বিনিময়ে পতাকা লাগাতে গিয়েছিল…', কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে পেয়ে মুখ খুললেন ছেলে হারানো মা
Panchayat Election Violence : 'টাকার বিনিময়ে পতাকা লাগাতে গিয়েছিল…', কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে পেয়ে মুখ খুললেন ছেলে হারানো মা Bengal Panchayat Election Violence : 'এই ভয়ানক চিত্র সারা দেশের সামনে তুলে ধরব…', মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় BJP নেতার
Bengal Panchayat Election Violence : 'এই ভয়ানক চিত্র সারা দেশের সামনে তুলে ধরব…', মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় BJP নেতার