মালদায় মহিলা নির্যাতনের ঘটনায় নতুন মোড়, ৪ পুলিশ কর্মীকে ‘ক্লোজ’ করার সিদ্ধান্ত


Malda Incident -এ নতুন মোড় ! দুই মহিলাকে নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে চার পুলিশ অফিসারদের ক্লোজ করার সিদ্ধান্ত নিলেন জেলা পুলিশ সুপার। ঘটনার প্রায় ৯ দিন পর টনক নড়ল প্রশাসনের। ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে চার পুলিশ কর্মীকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হল।

Malda News : &amp#39;আমরা চুরি করিনি, তাও…&amp#39;, মুখ খুললেন মালদার নির্যাতিতা মহিলারা
জানা গিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে বামনগোলা থানার আইসিকে ক্লোজ, পাকুয়াহাট থানার ওসি, ঘটনার ইনভেস্টিগেশন অফিসার, এছাড়াও এক সাব ইনসপেক্টরকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ঘটনার এতদিন পর কেন সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মালদার ঘটনায় নির্যাতিতা দুই মহিলাকেই মিথ্যা অপবাদে গ্রেফতার করা হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট ঘটনার একদিন আগে পাকুয়াহাট নালাগোলা ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। অথচ, তারা ওইদিন ওখানে উপস্থিত ছিলেন না বলেই দাবি। পরের দিন পাকুয়াহাট গিয়ে নির্যাতনের শিকার হন ওই দুই মহিলা।

Malda News : মালদায় ২ মহিলাকে নির্যাতনের অভিযোগে সক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন, এসপি-র কাছে রিপোর্ট তলব
দুই মহিলাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তাঁদের আইনজীবী। এরপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার প্রায় ৭ দিন পর জামিন পান ওই দুই নির্যাতিতা মহিলা। ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশনও।

Malda News : মালদায় নির্যাতিতা ২ মহিলার জামিন মঞ্জুর করল আদালত, অস্বস্তি বাড়ল পুলিশের
গত সপ্তাহেই মালদা জেলার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় দুই মহিলাকে চোর অপবাদ মারধর শুরু করেন স্থানীয় মহিলারা। এমনকি তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যেমে। কিছুদিন আগেই মণিপুরে এই ধরনের এক ঘটনার পরেই মালদার ঘটনা উঠে আসায় বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি।

Malda Pakuahat News : মালদায় বিবস্ত্র করে মার দুই মহিলাকে! আক্রান্তরাই জেলে!

যদিও বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মালদায় মহিলাদের মধ্যে মারপিটের একটি ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, মহিলাদের উপর অত্যাচার বা মহিলাদের সঙ্গে কোনও অপরাধ সংগঠিত হলে সেই ঘটনায় পুলিশকে স্বাধীনভাবে কাজ করার কথা জানানো হয়। এক্ষেত্রে সরকারের তরফে কোনওভাবেই হস্তক্ষেপ করা হয় না বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *