Dengue Death: রাস্তা না চৌবাচ্চা! ১২ মাস ধরে সরেনি রাস্তার জমা জল, ডেঙ্গির আঁতুড়ঘরেই বাস ডানকুনিবাসীর – some streets of hooghly dankuni are waterlogged for a very long time becomes dengue mosquito birth place


Dengue Symptoms: বর্ষার আগেই জল যন্ত্রণায় ভুগছে ডানকুনিবাসী। জমা জল পেরিয়েই যাতায়াত করতে হয় স্কুলের পড়ুয়া থেকে স্থানীয়দের। জমা জলে ডেঙ্গি মশা ডিম পারে,তাই জমা জল পরিষ্কার করতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।ডানকুনিতে একাধিক ওয়ার্ডে জল জমে থাকায় ডেঙ্গির আঁতুরঘরে পরিনত হয়েছে।ইতিমধ্যেই ডানকুনিতে ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে।তাই ভয়ে দিন কাটছে বাসিন্দাদের।

Kamarhati Municipality : জল নিকাশির সমস্যা মিটবে? উদয়পুর খাল নিয়ে বড় পদক্ষেপ কামারহাটি পুরসভার
দীর্ঘদিন ধরেই ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লী , সারদা পল্লী সহ বেশ কিছু এলাকায় এই সমস্যা।একটু বৃষ্টিতে জল জমে আর নিকাশি না থাকায় সেই জল সরে না।আর জমা জলে ডেঙ্গির চাষ হয়। দক্ষিণ সুভাষ পল্লী এলাকার ঢোকার মুখে রাস্তার মধ্যে জমে রয়েছে জল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ,জল পেরিয়েই যাতায়াত করতে হয়। এই ওয়ার্ডেই রয়েছে একটি প্রাথমিক স্কুল। স্কুলের পাশেই রাস্তায় জমে রয়েছে জল । স্কুলের শিক্ষিকাদের অভিযোগ, অতিরিক্ত বৃষ্টি হলে স্কুল বন্ধ করে দিতে হয়। কারণ, ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে পারে না ৷ এলাকার মানুষের অভিযোগ বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার উপর জমা জল নিকাশির ব্যবস্থা করুক পুরসভা।

Dengue Fever : ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ, সচেতনতা বৃদ্ধিতে বাড়ি বাড়ি মাইকিং শুরু পুরসভার
ডানকুনি বিজেপির সভাপতি গুঞ্জন চক্রবর্তী বলেন ,পুরসভার গাফিলতিতে ১৩ নম্বর ওয়ার্ডে নরক তৈরি হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই স্কুলের সামনে জল জমা হয়ে রয়েছে । দীর্ঘ ১২ বছর ধরে এই পুরসভার বোর্ডই থাকলেও নিকাশির সেভাবে কোন ব্যবস্থা করা হয়নি। নর্দমার নোংরা জল পেরিয়ে পড়ুয়াদের যেতে হয় স্কুলে । নিকাশি না থাকায় জল জমে রয়েছে আর তাতেই বেড়েছে মশার উপদ্রব। কার ঘরে কীভাবে ডেঙ্গি প্রবেশ করবে সেই আতঙ্কেই রয়েছে বাসিন্দারা।

মানুষকে সচেতন করা হচ্ছে জল জমিয়ে না রাখতে।কিন্তু রাস্তায় পাড়ায় রাস্তায় জমা জলের কী হবে সেই নিয়ে কোনও উত্তর নেই ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনমের কাছে। সেবিষয়ে পুরসভার করণীয় কি তা স্পষ্ট করতে পারেননি তিনি। পুরপ্রধান বলেন, ডানকুনিতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। যে কারণে নিকাশি বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে জল দাঁড়িয়ে থাকছে। তিনি আরও বলেন , ‘জাতীয় সড়কে কাজ চলায় ডানকুনির বেশ কয়েকটি এলাকার নিকাশি বন্ধ হয়ে গেছে।রাস্তা উঁচু হয়ে যাওয়ায় নিকাশি ড্রেন গুলো নীচু হয়ে পরে ফলে জল নিকাশিতে সমস্যা হচ্ছে।এবিষয়ে দফতরের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও বলা হয়েছে নিকাশি ব্যবস্থা চালু করার জন্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *