Dhupguri Crime : ভাগ্নের ছক, দুষ্কৃতী পাঠিয়ে মামাকে খুন! ধূপগুড়িতে চাঞ্চল্য – man allegedly killed his maternal uncle in dhupguri area


ভাড়াটে দুষ্কৃতী এনে মামাকে খুনের অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ধূপগুড়ি থানার অন্তর্গত আংরাভাষা সজনাপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন আংরাভাষা সজনাপাড়া এলাকার বাসিন্দা মেহতাব আলম। এরপর রাত আনুমানিক ২ টা নাগাদ কয়েকজন পুরুষ ও দুইজন মহিলা দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢুকে পড়ে।

মেহতাবের ঘরে ঢুকে আচমকা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় ওই দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন মেহতাব আলম। স্বামীকে বাঁচাতে এসে ঘটনায় জখম হন স্ত্রী মৌমিতা দাস। তবে কোনমতে সুযোগ বুঝে পালিয়ে যায় মেহতাবের দুই সন্তান।

Howrah News Today : ফাঁকা ঘরে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী ব্যবসায়ী, নেপথ্যে ব্যবসায়ীক মন্দা?
রাত বিরেতে চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্র রাতেই ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। মেহতাবের পরিবারের তরফে তাঁর ভাগ্নে আফতাব হোসেনের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। এরপর রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সকাল পর্যন্ত ঘটনায় মূল অভিযুক্ত মেহতাব আলমের ভাগ্নে আফতাবকে গ্রেফতার করা হয়। আফতাবসহ মোট ছ’জনকে গ্রেফতার করে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা।

Bagtui Massacre News : ফের বগটুইয়ে TMC কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ! আতঙ্ক
অন্যদিকে এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে দুই সন্তানসহ মেহতাবের গোটা পরিবার। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যেও। অন্যদিকে মেহতাব আলমের স্ত্রী মৌমিতা দাস বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা, কি কারনে এই ঘটনা সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গণপত বলেন, ‘ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। এই ঘটনায় এক মহিলাও আহত হয়েছে। তিনি খুন হওয়া ব্যক্তির স্ত্রী। আমরা ইতিমধ্যেই ৬ জনকে আটক করেছি। কী কারনে খুন খতিয়ে দেখা হচ্ছে।’ পুলিশের অনুমাণ পূর্ববর্তী কোনও শত্রুতার কারণেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

Acid Attack on Woman : রাতের অন্ধকারে গৃহবধূর উপর অ্যাসিড ছুঁড়ে পালাল দুষ্কৃতীরা, আতঙ্ক বর্ধমানে
অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ করেই রাতে চিৎকার চেঁচামেচি শুনতে পাই। স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ছুটে গিয়ে দেখেন রক্তারক্তি কাণ্ড। আগের কোনও শত্রুতার কারণে এই খুনের ঘটনা বলে আমাদের মনে হচ্ছে। পুলিশ এখন কী ব্যবস্থা নেয়, দেখা যাক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *