Lakshmi Bhander : বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারে মুসলিম মহিলাদের হাজার টাকা দেওয়ার দাবি, বাইরে এসে ‘মৌন’ হুমায়ুন – tmc mla humayun kabir demanded one thousand rupees under laxmi bhander scheme for minority woman


প্রতিশ্রুতি মতো তৃতীয় তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাঁদে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ঢোকে ৫০০ টাকা। কিন্তু শুক্রবারের বিধানসভা অধিবেশনে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়েই তৈরি হয় বিতর্ক। নেপথ্যে প্রাক্তন মন্ত্রী তথা ডেবরার তৃণমূল বিধায়ক। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মুসলিম মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হবে কি না, প্রশ্ন তোলেন হুমায়ুন। বিধায়কের এই প্রশ্নে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন মন্ত্রী থেকে শুরু করে উপস্থিত অন্যান্য তৃণমূল বিধায়করা।

Duare Sarkar: ‘খেলা হবে’ প্রকল্পে আবেদনের সুবিধা, পরবর্তী ‘দুয়ারে সরকার’ শিবির কি সেপ্টেম্বরেই?
অধিবেশন পরও কি নিজের অবস্থানে অনড় হুমায়ুন? এই প্রসঙ্গে ফোনে এই সময় ডিজিটালকে তিনি বলেন, ‘বিধানসভায় যেটা বলেছি, সেটা নিয়ে বাইরে কথা বলা যাবে না।’ এই নিয়ে বিতর্ক তৈরির পরও নিজের অবস্থানে অনড় প্রাক্তন এই আইপিএস অফিসার? প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, ‘বিধানসভায় যা বলার বলেছি। এটা নিয়ে এখন আর কোনও মন্তব্য করব না।’

বিধানসভার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন হুমায়ুন জানতে চান মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০০০ টাকা করে দেওয়া হবে কি না? একই সঙ্গে একটি রিপোর্টের কথা উল্লেখ করে তিনি জানান, মুসলিম মহিলাদের আর্থিক অবস্থা ভালো নয়। এমনকী তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের ১০০০ টাকার পাওয়ার কথাও শোনা যায় হুমায়ুনের মুখে। তৃণমূল বিধায়কের এই প্রশ্নের উত্তর দেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

Mahua Moitra : সাংসদ তহবিলের টাকায় সম্প্রতি কী কী কাজ করেছেন মহুয়া, রইল খতিয়ান
প্রশ্নের জবাবে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘ধর্মীয়ভাবে এটা কখনই করা হয় না। প্রান্তিক মহিলাদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। বর্তমানে ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩৩ জন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে কোনও মাপকাঠি ছাড়াই সকলকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে।’

Trinamool Congress : পঞ্চায়েত ভোট নিয়ে কথায় রাজি তৃণমূল
যদিও শাসকদল হুমায়ুনের এই ভূমিকায় খুশি নয়। শাসকদলের নেতা ও বিধায়কদের দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত। সেই কারণে এই প্রকল্প নিয়ে বিধানসভায় প্রশ্ন করার আগে হুমায়ুনের উচিত ছিল পরিষদীয় দলের সঙ্গে কথা বলা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। হুমায়ুনকে দলের তরফে এই নিয়ে সতর্ক করা হতে পারেই বলেই সূত্রের খবর। আগামী দিনে নিজের অবস্থান স্পষ্ট করে কি না, তৃণমূল বিধায়ক সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *