Local Train News: শিয়ালদা-বনগাঁ শাখায় প্রায় আড়াই ঘণ্টা বিপর্যস্ত পরিষেবা, কখন স্বাভাবিক ট্রেন চলাচল? – sealdah bongaon and sealdah hasnabad division train service disrupted here is the update when it will be resumed


শুক্রের সকালে ব্যাপক ট্রেন বিভ্রাটে দুর্ভোগ নিত্যযাত্রীদের। সাতসকালে শিয়ালদহ-বনগাঁ কর্ড লাইনে ব্যাহত রেল পরিষেবা। আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ হয়ে যায় পরিষেবা। সিগন্যালিং সমস্যার জেরে এই সমস্যা। ব্যাপক ভোগান্তির শিকার যাত্রীরা। এমনকী তিতিবিরক্ত হয়ে একটি ট্রেনের চালককে মারধরের চেষ্টার অভিযোগও উঠল এক যাত্রীর বিরুদ্ধে।

রেলের তরফে জানানো হয়েছে, বারাসত স্টেশনে সিগন্যালিং সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শিয়ালদা বনগাঁ আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে। এতক্ষণ ট্রেন বন্ধ থাকার কারণে প্রায় এক ঘণ্টা লেটে চলছে ট্রেন। তবে হাসনাবাদ শাখায় এখনও সমস্যা পুরোপুরি মেটেনি। কাজ চলছে। তবে আশা করা হচ্ছে ঘণ্টা দেড়েকের মধ্যে শিয়ালদা হাসনাবাদ লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

Sealdah Bongaon Local News: সিগন্যালিং পয়েন্টে সমস্যা! অফিস টাইমে ব্য়াহত শিয়ালদা বনগাঁ লাইনে রেল পরিষেবা, বাতিল একাধিক ট্রেন

রেলের আশ্বাস সত্ত্বেও যাত্রীরা জানাচ্ছেন, বহু ক্ষণ ট্রেন পরিষেবা বন্ধ থাকায় পর পর স্টেশনে আটকে পড়েছে ট্রেন। লাইনে সমস্যার জেরা সাংঘাতিক লেটে চলছে সমস্ত ট্রেন। সকাল সাড়ে সাতটায় অশোকনগর স্টেশনে পৌঁছনো এক যাত্রী রোহন মিত্র জানান, ‘বেলা সাড়ে এগারোটার সময়ও মাত্র কয়েকটি স্টেশনই পেরোলাম। যেভাবে ট্রেন যাচ্ছে, তাতে বিকেল পেরিয়ে শিয়ালদা পৌঁছব। অফিসটা আজ গেল।’

Howrah Kharagpur Local Train: প্রতিদিন লেট! লোকাল ট্রেনের দেরির প্রতিবাদে খড়গপুরে রেল অবরোধ, ব্যাহত পরিষেবা

ট্রেন লেট হওয়ায় বাতিল কয়েকটি ট্রেন। রেলের তরফে জানা গিয়েছে, তিন জোড়া লোকাল এদিন লেটের কারণে বাতিল হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন্যালে গোলমালের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদাহগামী দিনের দ্বিতীয় ট্রেনটিই আটকে যায় বামনগাছি স্টেশনে। গোটা রুটের পরিষেবাই সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। যার ফলে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

Howrah Station : টাইম টেবল লাটে! হাওড়ায় সময়ে ট্রেন যেন লটারি জেতা

এরই মধ্যে বামনগাছি স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় চালকের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ওই চালককে প্রথমে গালিগালাজ করে এক যুবক। তারপর তাঁকে মারধর করার চেষ্টা করে। যদিও ওই চালককে রক্ষা করেন অন্য যাত্রীরাই। তাঁরা আবার ওই যুবককে পালটা মারধর করেন বলে খবর। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Sealdah Bongaon Local: নিত্য বহু মানুষের যাতায়াত, বারাসত জংশনের আধুনিকীকরণের সঙ্গে শুরু এবার চলমান সিঁড়ি

এদিকে প্রায় ঘণ্টাদু’য়েক বাদে সিগন্যাল সমস্যা মিটিয়ে বনগাঁ লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু সব ট্রেনই প্রায় ২ ঘণ্টারও বেশি দেরিতে চলছে। বেশ কয়েকটি ট্রেন বাতিলও হয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি এখনও কমেনি। রেল সূত্রে খবর, পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *