Malda Fire Accident : ইংরেজবাজারের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন – devastating fire breaks multistoried building in malda english bazar


মালদা জেলার ইংরেজবাজার শহরের কার্নি মোড়ে বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে ভয়াবহ আগুন লাগল। এই আগুনের তীব্রতা ছড়িয়ে যায় অন্য ফ্ল্যাটেও। ওই বহুতলের অনেক বাসিন্দা তড়িঘড়ি প্রাণে বাঁচতে ফ্ল্যাট ছেড়ে নিচে নেমে এসেছেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, একটি ফার্নিচার দোকানের মালিক ওই বহুতল আবাসনে একটি ফ্ল্যাটে তাঁর জিনিসপত্র রেখেছিলেন এবং সেখান থেকেই আগুন ছড়ায়।

Fire at Howrah Mangla Haat : রাতের আগুন সকালেও! ক্ষোভে ফুঁসছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা, ক্ষতিপূরণের আশ্বাস মন্ত্রীর
তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলেই খবর। এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে ওই আবাসনের এক বাসিন্দা বলেছেন, ‘সন্ধ্যে বেলায় ফ্ল্যাটের ভিতরেই ছিলাম। হঠাৎ কিছু মানুষের চিৎকার শুনতে পাই। বাইরে বেরিয়ে দেখি নিচের ফ্লোরের একটি ফ্ল্যাটে ভয়ানকভাবে আগুন লেগে গিয়েছে। মুহূর্তের মধ্যে এই আগুন ছড়াতে থাকে। বিপদ বুঝে বাকি সব বাসিন্দাদের খবর দিই ও পড়িমরি করে ফ্ল্যাট ছেড়ে নিচে নেমে এসেছি। আগুন যেভাবে ছড়াচ্ছে জানিনা ফ্ল্যাটের কোনও জিনিস ঠিক থাকবে কিনা।’

Mangla Haat Fire : একদিন পেরোলেও ধিকধিক জ্বলছে আগুন, নতুন দোকানের দাবিতে অবস্থানে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা
যদিও এই আগুন কিভাবে লাগল সেই বিষয়ে কিছু জানাতে পারেননি ওই বাসিন্দা বা কেউই। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘটনাস্থলে এসে সমস্ত ঘটনা খতিয়ে দেখেন ও দমকল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে তিনি বলেন, ‘সন্ধ্যেবেলা আমি খবর পাই যে এই এলাকার একটি আবাসনে আগুন লেগেছে। সেকথা শুনেই ছুটে আসি। আমি যতক্ষণে এসেছি, আগুন অনেকটাই ছড়িয়ে দিয়েছে। দমকলের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। ওনারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালাচ্ছেন।’

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত মে মাসেই ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন লাগে। তাতে ঝলসে মৃত্যু হয় দু’জনের। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেন। দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল বলে অভিযোগ ওঠে।

Fire at Howrah Mangla Haat : হাওড়া মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান
আগুন ছড়ায় আশপাশের চারটি দোকানেও। ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মীও। রথবাড়ি এলাকায় যে নেতাজি পুর বাজারের বাজির দোকানে আগুন লাগে, সেটি অত্যন্ত ঘিঞ্জি জায়গায় অবস্থিত। গায়ে গায়ে আরও দোকান ছিল সেখানে। আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *