Mamata Banerjee : শাহি বৈঠকে কী প্ল্যান, ফাঁস করলেন মমতা – chief minister mamata banerjee exposed the plans of bengal bjp leaders targeting the lok sabha elections


এই সময়: ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট ভাগ করবে এমন রাজনৈতিক শক্তিকে বিজেপি অর্থ সাহায্য করার ছক করেছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি সংখ্যালঘু, মতুয়া, রাজবংশী, গোর্খাদের মধ্যে বিভাজনের নীল নকশাও তৈরি করা হয়েছে বলে বৃহস্পতিবার বিধানসভায় অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari: সিলেবাসে লোকসভার রোডম্যাপ, ফের শাহ তলবে দিল্লিতে শুভেন্দু অধিকারী
দিল্লিতে গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো বঙ্গ বিজেপির নেতারা আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে গেরুয়া ব্রিগেডের রণকৌশল ঠিক করতে বৈঠক করেন। সেখানেই এই প্ল্যান তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে থাকা স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই মুখ্যমন্ত্রী এদিন শাহী বৈঠকের খবর বিধানসভায় ফাঁস করে দেন।

Trinamool Congress : পঞ্চায়েত ভোট নিয়ে কথায় রাজি তৃণমূল
যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিলেও বাংলার দিকে তাকিয়ে বিজেপি যে নির্দিষ্ট রোড-ম্যাপ তৈরি করেছে তা অস্বীকার করেননি। বৃহস্পতিবার গেরুয়া শিবিরের পেশ করা মুলতুবি প্রস্তাবের উপর বিধানসভায় জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বিরোধী দলের এই পরিকল্পনা ফাঁস করে দেওয়ার পাশাপাশি ওই বৈঠকের খুঁটিনাটি খবর যে তাঁর কাছে এসেছে, সেই ইঙ্গিতও দেন। তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোট নিয়ে কথা হয়েছে। তবে মূল যে অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে তা হলো, এই রাজ্যে আগামী ভোটে ফায়দা তোলার জন্য এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে পশ্চিমবঙ্গ সরকারের ভাবমূর্তি নষ্ট হয়।’

Mamata Vs Suvendu : ‘লাইট বন্ধ করে জয়’, নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে আক্রমণ মমতার! ‘ভাঙা রেকর্ড’, পালটা শুভেন্দু
লোকসভা ভোটের দিকে তাকিয়ে এই বিভাজনের রাজনীতি করার জন্য সংখ্যালঘু, রাজবংশী, মতুয়া, গোর্খা জনগোষ্ঠীকে নিশানা করার ছক-ও তৈরি করা হয়েছে বলে তৃণমূলনেত্রীর কাছে খবর এসেছে। মমতার কথায়, ‘২০২৪ সালের ভোটের দিকে তাকিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিভেদ তৈরি করা হবে বলে ঠিক করেছে ওরা। মহিলা, তপশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচারের ঘটনা প্রচার করে তাঁদের সেন্টিমেন্ট পাওয়ারও চেষ্টা করা হবে।’

Suvendu Adhikari : ‘UCC নিয়ে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে’, সিদ্দিকুল্লাহকে নিশানা শুভেন্দুর
মমতার এদিনের অভিযোগ নিয়ে শুভেন্দু পাল্টা বলেন, ‘উনি কি ওই মিটিংয়ে ছিলেন? কী প্রমাণ রয়েছে ওঁর কাছে? তবে এটা বলতে পারি, রাজ্যের মানুষকে তৃণমূলের শাসন থেকে পরিত্রাণ দিতে রোডম্যাপ তৈরি করা হয়েছে।’ তাঁর অভিযোগের সত্যতা নিয়ে শুভেন্দু প্রশ্ন তুললেও তৃণমূলনেত্রী এ দিন দাবি করেন, ‘দিল্লির মিটিংয়ে কারা কারা ছিলেন জানি। আমি নাম বলব না, তবে এই রাজ্যের সভাপতি সহ তিনজন নেতা ছিলেন। বড় বড় বিজেপি নেতারাও ছিলেন। আমারও কিছু সোর্স রয়েছে, সব বলব না, তবে কিছু কিছু বলব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *