Partha Chatterjee : বিশেষ গাড়িতে কোর্টে, পার্থর কাঁটা সেই প্রভাবশালী তত্ত্বই – partha chatterjee is being brought to the court in a special car when he is produced in the court know the reason


এই সময়: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে ছাড়া পাওয়ার পথে কাঁটা সেই প্রভাবশালী তকমা। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে তাঁর জামিনের শুনানিতে ইডি দাবি করে, প্রভাবশালী হওয়ার কারণে পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করার সময়ে প্রিজ়ন ভ্যানে আনার বদলে বিশেষ গাড়ি করে কোর্টে হাজির করানো হচ্ছে। হাজির থাকছেন পুলিশকর্তারাও। অথচ, নিয়োগ দুর্নীতিতে অন্যান্য অভিযুক্তদের জন্য তেমন কোনও ব্যবস্থা করা হচ্ছে না। ফলে তিনি যে প্রভাবশালী, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এর আগে আংটি-কাণ্ড সামনে এনেও পার্থর জামিনের বিরোধিতা করা হয়েছিল।

Partha Chatterjee : পার্থ মামলা সার্চ ওয়ারেন্টে প্রশ্ন ইডির প্রাক্তন কৌঁসুলির
অন্যদিকে, এ দিন নিয়োগ মামলায় বেসরকারি হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের হার্টের চিকিৎসার আবেদন খারিজ করে দেন ইডি আদালতের বিচারক। কাকুর আইনজীবীরা যুক্তি দেন, মক্কেল তাঁর পছন্দের হাসপাতালে চিকিৎসা করতে চাইছেন। বিচারক তা খারিজ করে জানান, এসএসকেএম হাসপাতালে অনেক ভিআইপি-র চিকিৎসা হয়েছে। সেখানেই সুজয়কৃষ্ণের চিকিৎসা হবে।

প্রায় এক বছর ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিট পেশের পর আদালতে জামিনের আবেদন করেও ছাড়া পাননি তিনি। ইডি-র পক্ষে এদিন জামিনের বিরোধিতা করে সওয়াল করেন আইনজীবী ফিরোজ এডুলজি এবং ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তাঁরা বিচারককে বলেন, ‘গ্রেপ্তারের পরে অসুস্থতার বাহানা করে এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। আদালতের নির্দেশের পর তাঁকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হলে, জানা যায় তিনি সুস্থ।’

Partha Chatterjee: ‘এক বছর বিনা বিচারে আটকে আছি, তাদের হুঁশ নেই!’ অভিমান উগড়ে দিলেন পার্থ
ইডি-র আইনজীবীদের কথায়, ‘নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যেক অভিযুক্তকে প্রিজন ভ্যানে আনা হচ্ছে। পার্থ বিশেষ গাড়িতে আসছেন। মোতায়েন করা হচ্ছে পদস্থ পুলিশকর্তাদের।’ একই সঙ্গে এডুলজি সওয়াল করেন, ‘শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির জন্য অন্যতম দায়ী পার্থ চট্টোপাধ্যায়। ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করতে স্কুলে অযোগ্য শিক্ষকদের পাঠানো হয়েছে। তাঁর জামিন খারিজ করা হোক।’ এদিন পার্থর আইনজীবী মহম্মদ সামসুদ্দিন বলেন, ‘চার্জশিট হয়ে গিয়েছে তাই জামিন পাওয়ার অধিকার রয়েছে মক্কেলের।’

Kalighater Kaku : ‘কাকু’র ভয়েস স্যাম্পল নিতে বাধা নেই ইডির
অন্যদিকে, কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের মেডিক্যাল রিপোর্ট এদিন পেশ করা হয় ইডি আদালতে। তাঁর আইনজীবী সেলিম রহমান বলেন, ‘আর্টারিতে ৩টি ব্লকেজ পাওয়া গিয়েছে। মেডিক্যাল টিম ওপেন হার্ট সার্জারি করতে পরামর্শ দিয়েছেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দেওয়া হোক।’ যদিও এদিন তা খারিজ করে এসএসকেএম হাসপাতালেই ভরসা রাখেন বিচারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *