Siliguri Municipal Corporation : ‘ইংরেজি বুঝি না…’, মেয়রের বক্তব্য শুরু হতেই ‘অসন্তোষ’ তৃণমূল কাউন্সিলরের – siliguri municipal corporation councillor says i cannot understand english in board meeting


নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। বোর্ড মিটিং চলকালীন সকলের সামনে মেয়রের উদ্দেশে অসন্তোষ প্রকাশ করেন এক তৃণমূল কাউন্সিলর। এই ঘটনায় একদিকে যেমন কেউ মুচকি হাসছেন, অন্যদিকে কাউন্সিলরের দাবিকে সমর্থন করেছেন কেউ কেউ। আর বোর্ড মিটিংয়ের সেই ঘটনার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই শোরগোল শুরু হয়েছে।

শুক্রবার শিলিগুড়ি পুরসভায় ছিল বোর্ড মিটিং। মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকারসহ মেয়র পারিষদ ও অন্যান্য কাউন্সিলররা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। একটি বিষয়ে ইংরেজিতে বক্তব্য রাখতে শুরু করেন মেয়র। তখনই ঘটে বিপত্তি। উঠে দাঁড়িয়ে আপত্তি জানান শিলিগুড়ির ৩৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা।

Siliguri News : জমি দখল করছে রেল, বাসস্ট্যান্ড তৈরিতে সমস্যা! চাঞ্চল্যকর অভিযোগ শিলিগুড়ির মেয়রের
মেয়রের উদ্দেশে তৃণমূল কাউন্সিলর বলেন, ‘আপনি ৯০টি পয়েন্ট যদি এখন ইংরেজি বলেন, তবে আমি কী ভাবে সেটা রপ্ত করব! কী করে আমি বুঝব।’ জবাবে মেয়র গৌতম দেব বলেন, ‘আজ আমি ইংরেজিতে পড়ছি। পরে বাংলায় অনুবাদ করে দিয়ে দেওয়া হবে। কিন্তু মিটিংয়ে এটা আজ আমাকে বলতেই হবে।’ পালটা তৃণমূল কাউন্সিলর বলেন, ‘যখন বাংলায় দেওয়া হবে তখন তো আর আলোচনার সুযোগ থাকবে না। আমি ইংরেজিটা একেবারেই বুঝি না।’

Siliguri News: ‘মনে হচ্ছে বেকার ভোটটা দিয়েছে…’, টক টু মেয়র-এ ফোন করে ক্ষোভ প্রকাশ শিলিগুড়ির বাসিন্দার
কাউন্সিলরের উদ্দেশ ক্ষুব্ধ মেয়রের প্রশ্ন, ‘তাহলে আপনি কী বলতে চাইছেন আমি পড়ব না এটা? বাকি যাঁরা রয়েছেন তাঁরা বোঝার চেষ্টা করুন।’ ফের ওই কাউন্সিলর বলে ওঠে, ‘আমি একবারও বলিনি যে আপনি পড়বেন না। আমি জানতে চাইছি যাঁরা ইংরেজি বোঝে না, তাঁদের জন্য বিকল্প কোনও ব্যবস্থা রয়েছে?’ তখন অন্যান্য কাউন্সিলররা রঞ্জনকে আশ্বস্ত করে বলেন, ‘আপনি না বুঝলে, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে।’ তবে বোর্ড মিটিংয়ের পর কোনও পক্ষই আর এই নিয়ে মন্তব্য করতে চাননি।

Jhalda Municipality : ঝালদা পুরসভার ২ কাউন্সিলর হঠাৎই কলকাতায়! বোর্ড বাঁচাতে তড়িঘড়ি ময়দানে নেপাল-কৌস্তভ
উল্লেখ্য, মণিপুরের ঘটনা নিয়ে এদিন উত্তাল হয়েছে শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিং। শুক্রবারের মিটিংয়ে মণিপুরের ঘটনায় নিন্দাপ্রকাশ করে বোর্ডের তরফে রেজোলিউশন আনা হয়েছিল। এরপরই তা নিয়ে সরব হন শিলিগুড়ি পুরনিগমের বিজেপি কাউন্সিলররা। তাঁদের অভিযোগ, পশ্চিমবঙ্গেও নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটছে। অথচ কেন তা নিয়ে কোনও কথা বলা হলনা আজকের বৈঠকে? এর বিরুদ্ধে প্রতিবাদ করে এদিনের বোর্ড মিটিং ওয়াক আউট করে বিজেপি কাউন্সিলররা। যদিও বিজেপির এই অভিযোগকে মোটে আমল দিতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *