Anupam Hazra : একমাত্র ভরসার মুখ, কেন্দ্রীয় পদ পেয়ে অনুপমের ‘আঙুল ফুলে কলাগাছ’? – anupam hazra is become bjp national secretary from west bengal for second time


দলের কেন্দ্রীয় সাংগঠনিক স্তরের নয়া তালিকা প্রকাশ করেছে বিজেপি। তালিকায় বাংলা থেকে একমাত্র নাম রয়েছে অনুপম হাজরার। রাষ্ট্রীয় সচিব পদে নাম রয়েছে তাঁর। ফের একবার তাঁকে কেন্দ্রীয় সংগঠনে স্থান দেওয়া এবং তাঁর ওপর ভরসা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ধন্যবাদ জানালেন অনুপম।

এই প্রসঙ্গে অনুপম হাজরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও জেপি নাড্ডাজিকে বিশেষ ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, যে বাংলা থেকে একমাত্র ভরসাযোগ্য মুখ হিসেব দ্বিতীয়বারের জন্য আমাকে স্বীকৃতি দিয়েছেন, এটা একটা বড় পাওনা। খুবই ভাল লাগছে। গত দেড়-দু’বছর ধরে বিজেপি হেড কোর্য়াটারে বা দিল্লিতে থাকাকালীন যে সমস্ত ইন্টাল্যাকচুয়াল ইনপুট দেওয়ার জন্য বা দলের স্ট্র্যাটিজিগত রূপরেখা তৈরির কাজ দেওয়া হয়েছিল তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। সেইজন্যই হয়তো আজ এই স্বীকৃতি।’

Dilip Ghosh : ‘BJP-তে ছিলেন-আছেন-থাকবেন’! দিলীপের পদচ্যুতি নিয়ে প্রতিক্রিয়া শমীকের, পালটা মুখ খুলল তৃণমূল-সিপিএম
অনুপমের এই একমাত্র ‘ভরসাযোগ্য মুখ’ মন্তব্য থেকে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলায় দলের আর কোনও নেতার ওপর ভরসা নেই কেন্দ্রীয় নেতৃত্বের? যদিও অনুপমের জবাব, ‘আমার ওপর আছে এটা প্রমাণিত, বাকিদের ওপর আছে কি নেই, সেটা বলতে চাইছি না।’

JP Nadda : তলব শুভেন্দু-সুকান্তকে, বৈঠকে সঙ্ঘও
তৃণমূলের কটাক্ষ, অনুপমের জবাব

এদিকে কেন্দ্রীয় সাংগঠনিক স্তরে বাংলা থেকে একমাত্র অনুপম হাজরাকে স্থান দেওয়ার ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘একটা বিষয় পরিষ্কার, কেন্দ্রীয় বিজেপি পশ্চিমবঙ্গকে খুব একটা আমল দিচ্ছে না।’ জয়প্রকাশের এই মন্তব্য প্রসঙ্গে পালটা অনুপম বলেন, ‘একদমই তা হয়, রাজ্যে থেকে যখন ৪টে মন্ত্রী করা হল, তখন তো একথা বলা হয়নি! আসলে বিরোধীদের তো কিছু না কিছু বলতে হবে, এটা প্রমাণ করতে হবে যে রাজ্য বিজেপিকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রীয় বিজেপি। সেটা প্রমাণ করা জন্য এগুলো সব হাস্যকর যুক্তি।’

Dilip Ghosh News : পদ্মে পদ খোয়ালেন দিলীপ ঘোষ, BJP-তে বড় রদবদল
নয়া যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে বিজেপির জাতীয় সহসভাপতির পদ থেকে সরনো হয়েছে দিলীপ ঘোষকে। সেই বিষয়েও প্রতিক্রিয়া দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। রাজ্য বিজেপিকে বিঁধতে গিয়ে ‘দিলীপ ঘোষ গোষ্ঠী’, ‘সুকান্ত মজুমদার গোষ্ঠী’, ‘শুভেন্দু অধিকারী গোষ্ঠী’ এবং ‘আদি বিজেপি গোষ্ঠী’র কথা উল্লেখ করেছেন জয়প্রকাশ মজুমদার। যদিও জয়প্রকাশের এই মন্তব্যের প্রেক্ষিতে অনুপমের প্রতিক্রিয়া, ‘আমি কোনও গোষ্ঠীর মধ্যে পড়ি না। আমি একটা গোষ্ঠীই জানি, নরেন্দ্র মোদী গোষ্ঠী।’

অন্যদিকে অনুপমের ‘একমাত্র ভরসাযোগ্য মুখ’ মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা শমীক ভট্টাচর্যের সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। শমীক বলেন, ‘সেটা ওঁরা (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জে পি নাড্ডা) বলতে পারবেন, আর উনি (অনুপম হাজরা) বলতে পারেন, এই নিয়ে আমার কোনও বক্তব্য নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *