BJP In West Bengal : রাম-দুর্গার ডাবল ডোজ, জেট গতিতে হিন্দুত্ব-পথে বঙ্গ বিজেপি – bengal bjp wants to bring the atmosphere of ram mandir in bengal under the banner of world hindu parishad


মণিপুষ্পক সেনগুপ্ত
এই সময়:
কোনও এক্সপেরিমেন্ট নয়। মিশন ২০২৪-এ সেই চড়া হিন্দুত্বের লাইনেই বাংলায় বাজিমাত করার পরিকল্পনা করেছে বিজেপি। সামনের বছর লোকসভা নির্বাচনে বঙ্গভূমির রণক্ষেত্রে তাদের হাতিয়ার রাম আর দুর্গা। দলে সিদ্ধান্ত হয়েছে, গত বছরের মতো নম-নম করে নয়, এই বছর তারা ধুমধাম করে দুর্গাপুজো করবে। তাতে সামিল হবেন একগুচ্ছ কেন্দ্রীয় নেতা-মন্ত্রী। মহালয়ার দিন থেকেই তাঁরা রাজ্যে আসা শুরু করে দেবেন। তবে দুর্গাপুজোর ঠিক আগে বিজেপি ফোকাস করবে রামপুজোয়। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা আগামী বছরের জানুয়ারিতে।

BJP In West Bengal : জয় নিয়ে সামান্য সংশয় হলেই প্রার্থী বদল পদ্মের
বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে বঙ্গ-বিজেপি অক্টোবরের গোড়াতেই বাংলায় রামমন্দিরের হাওয়া তুলতে চাইছে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজ্যের চার প্রান্ত থেকে চারটি যাত্রা বেরোবে, নাম হবে ‘শৌর্য জাগরণ যাত্রা’। পঞ্চায়েত ভোটে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেও ব্যালটে তার কোনও ডিভিডেন্ড মেলেনি। অতএব তূণ থেকে সেই পুরোনো অস্ত্র, সাম্প্রদায়িক মেরুকরণে শান দেওয়ার এই তোড়জোড় বলে ধারণা ওয়াকিবহালদের একাংশের।

পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূলের হাতিয়ার ছিল লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো নানা সরকারি প্রকল্প। বিজেপি সামনে রেখেছিল মূলত দুর্নীতির ইস্যুকে। ভোটের ফলেই স্পষ্ট, তাতে কাজ হয়নি। সূত্রের খবর, এর পরেই লোকসভা ভোটে দলের রণকৌশলে বড়সড় পরিবর্তন আনতে চলেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলি জিইয়ে রাখার পাশাপাশি আগামী কয়েক মাস তারা হিন্দুত্বের প্রচারে জোর দেবে।

JP Nadda : তলব শুভেন্দু-সুকান্তকে, বৈঠকে সঙ্ঘও
কারণ, ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির বিধায়ক সংখ্যা ৩ থেকে বেড়ে ৭৭ হওয়ার নেপথ্যে সাম্প্রদায়িক মেরুকরণই অনুঘটকের কাজ করেছিল বলে দৃঢ় বিশ্বাস আরএসএস এবং সহযোগী সংগঠনগুলির। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের ফল এবং বিজেপির প্রচার-অস্ত্রের ধার পর্যালোচনা করে সঙ্ঘই বঙ্গ বিজেপির জন্য এই ফর্মুলা দিয়েছে। সম্প্রতি দিল্লিতে বঙ্গ-বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয় আরএসএসের। সেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষদের ঘটা করে দুর্গাপুজো করার পরামর্শ দিয়েছেন সঙ্ঘ নেতৃত্ব।

BJP In West Bengal : বিক্ষুব্ধ বামেদের টানুন, সুকান্তদের সঙ্ঘ
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, শুধু সল্টলেকের ইজ়েডসিসি-তে নয়, রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে দুর্গাপুজো করার চেষ্টা করবে বিজেপি। দলের এক শীর্ষ নেতার কথায়, ‘আমরা কতগুলি দুর্গাপুজোর আয়োজন করব, তার থেকেও বড় কথা দলের প্রত্যেক নেতা-কর্মী কোনও না কোনও ভাবে বাঙালির এই উৎসবে সামিল হবেন। কেন্দ্রীয় নেতারা মহালয়া থেকে রাজ্যে ঘাঁটি গাড়বেন। শুধু অমিত শাহের মতো হাই-প্রোফাইল নেতারাই নন, বিভিন্ন স্তরের কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা জেলায় জেলায় ঘুরে বেড়াবেন পুজোর ক’দিন।’

Suvendu Adhikari : এতদিনে শুভেন্দুর সংঘ-অভিষেক হল
বিশ্ব হিন্দু পরিষদ ঠিক করেছে, রাম মন্দিরকে হাতিয়ার করে তারা দেশজুড়ে নতুন ভাবে হিন্দুত্বের হাওয়া তুলবে। গেরুয়া শিবিরের অন্দরের খবর, বাংলায় সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে বিজেপি নেতাদের সবরকম সহযোগিতা করতে বলা হয়েছে সঙ্ঘের তরফে। বিশ্ব হিন্দু পরিষদের এক কেন্দ্রীয় নেতার কথায়, ‘অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কয়েক মাস আগে থেকেই আমরা প্রচার শুরু করে দেবো। যাত্রা বেরোবে প্রতিটি রাজ্যে। বাংলায় চারটি যাত্রা করব। দু’তিন দিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত হবে।’ দিল্লিতে সঙ্ঘের সঙ্গে বাংলার বিজেপি নেতাদের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে মুখ কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁরা এখনই পরিকল্পনা ফাঁস করতে চাইছেন না।

বিজেপি রাজ্যে বিভাজনের ষড়যন্ত্র করছে বলে বৃহস্পতিবারই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন। বিজেপির এই পরিকল্পনাগুলির মধ্যে সেই ষড়যন্ত্রের বীজ লুকিয়ে রয়েছে বলে মনে করছে তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *