Buddhadeb Bhattacharya Health Update : নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধবাবু কতটা সংকটজনক? জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক – buddhadeb bhattacharya health update how critical is ex bengal cm explains expert doctor


প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই উদ্বেগে রাজনৈতিক মহল। উৎকণ্ঠায় তাঁর স্ত্রী-সন্তান, দলের কর্মী-সমর্থকরা। হাসপাতাল জানাচ্ছে, সংকটজনক হলেও আপাতত কিছুটা স্থিতিশীল বুদ্ধবাবু। কিছুটা হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। কিন্তু, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছে সি-প্যাপ ভেন্টিলেশনে। সকলেই জানতে চান কতটা সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি? এই সময় ডিজিটালকে তাঁর শারীরিক অবস্থার ব্যাখ্যা দিলেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. আশিস মিত্র।

চিকিৎসক আশিস মিত্রের কথায়, “নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর ফুসফুসের সংক্রমণ টাইপ-টু হিসেবে জানাচ্ছে হাসপাতাল। আমাদের শরীরে রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা গড়মিল হলে সংক্রমণ তৈরি হয়। টাইপ ওয়ান হলে অক্সিজেন কমে গেলেও কার্বন ডাই অক্সাইড একই থাকে। তবে টাইপ টু সংক্রমণ আরও ক্রিটিক্যাল। এ ক্ষেত্রে অক্সিজেন কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। বুদ্ধবাবু যদি সেটি হয়ে থাকে তবে এই অবস্থা অত্যন্ত সংকটজনক।” মূলত COPD সমস্যার জেরই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন তিনি। আবহাওয়ার সাম্প্রতিক খামখেয়ালিপনার জন্যই একজন COPD রোগী দ্রুত নিউমোনিয়ার শিকার হন। ওঁর ক্ষেত্রেও তেমনটিই হয়েছে বলে মনে করা হচ্ছে।

Buddhadeb Bhattacharya News : লাঞ্চের পরই হু হু করে নামছিল অক্সিজেন, উৎকণ্ঠার দেড় ঘণ্টা কাটিয়ে চিকিৎসায় সাড়া বুদ্ধবাবুর
যদিও আশার আলো দেখিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। ডা. আশিস মিত্র বলেন, “বুদ্ধবাবুর রক্তচাপ স্বাভাবিক রয়েছে, মূত্রের পরিমাণ ঠিক আছে, হার্টের পরিস্থিতিও স্বাভাবিক। ফলে অনুমান করা যায় তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এই ধরণের রোগীর ক্ষেত্রে নন ইনভেসিভ ভেন্টিলেশন অর্থাৎ বাই প্যাপ পদ্ধতিতে রাখা হয়। ওঁকেও তাই রাখা হয়েছে। এটিই সেরা চিকিৎসা পদ্ধতি।”

ডা. আশিস মিত্র আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টা গভীর পর্যবেক্ষণে রাখতে হবে বুদ্ধবাবুকে। এই সময়টা ক্রিটিক্যাল। এর মধ্যে প্রতি চার ঘণ্টা অন্তর ধমনী থেকে রক্ত নিয়ে আর্টারিয়াল ব্লাড গ্যাস পরিমাপ করতে হবে। অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা কতটা রয়েছে তা মেপে দেখতে হবে। তবেই বোঝা যাবে তিনি কতটা সুস্থ।”

Buddhadeb Bhattacharya Health Update : ভেন্টিলেশনে বুদ্ধবাবু, নজরদারিতে ৯ চিকিৎসক! প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলল হাসপাতাল
শনিবার দুপুরের খাবার খাওয়ার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ক্রমশই করতে থাকে। কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উডল্যান্সের মেডিক্যাল টিম তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছয়। ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *