Delivery Jobs West Bengal: বাংলার ডেলিভারি বয়দের সামাজিক সুরক্ষায় নয়া প্রকল্প, বড় উদ্যোগ নবান্নের – west bengal government may take steps for delivery job persons social security


আত্মনির্ভর হওয়া, সংসার এবং নিজের চাহিদা মেটানোর জন্য অনেকেই ডেলিভারির কাজকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। কয়েক বছর আগেও অনলাইন ডেলিভারি অ্যাপের বাড়বাড়ন্ত না থাকায় সেভাবে এই পেশাগুলি গুরুত্ব পেত না। কিন্তু, বর্তমানে খাবার থেকে শুরু করে ওষুধ, পোশাক সহ সমস্তকিছুরই অনলাইন ডেলিভারি সম্ভব।

শুধু পশ্চিমবঙ্গেই প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। এবার তাঁদের সামাজিক সুরক্ষা রক্ষায় বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে কাজও শুরু করেছে রাজ্যের শ্রম দফতর।

Coffee House Kolkata : এবার হোম ডেলিভারি মিলবে কফি হাউসের কফি, কবে থেকে চালু পরিষেবা?
ডেলিভারি বয় বা গার্ল, এই পেশার সঙ্গে যুক্তরা সংস্থার ‘পার্মানেন্ট এমপ্লয়ি’ বা স্থায়ী কর্মী হন না। সেক্ষেত্রে তাঁরা একাধিক সুযোগ সুবিধার থেকে বঞ্চিত থাকেন। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে ডেলিভারি বয়দের দেখা যায়। কিন্তু, এখনও পর্যন্ত তাঁদের সামাজিক সুরক্ষায় সেভাবে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার দৃষ্টান্ত নেই।

জানা গিয়েছে, রাজ্য শ্রম দফতরের তরফে ইতিমধ্যেই একটি পরিকল্পনা সেরে ফেলা হয়েছে। ডেলিভারির সঙ্গে যুক্তদের জন্য একটি আলাদা ওয়েলফেয়ার বোর্ড গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি তহবিলও গঠন করা হবে। সেক্ষেত্রে তাঁরা পিএফ-এর সুবিধা পেতে পারেন বলে সূত্রের খবর।

Teacher Transfer : প্রশাসনিক কারণে শিক্ষক বদলির নির্দেশ বৈধ: হাইকোর্ট
সংবাদ মাধ্যম ‘বর্তমান’ -এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারই ফাইলটিতে সই করেছেন রাজ্যে শ্রমমন্ত্রী মলয় ঘটক। নবান্নের শীর্ষ শিবিরের অনুমতির পরেই এই প্রসঙ্গে তৎপর হবে শ্রম দফতর।

এই ডেলিভারি কর্মীগের ‘গিগ ওয়ার্কার’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত কর্মীদের নির্দিষ্ট কোনও নিয়োগ কর্তা নেই। তাঁদের ওয়েলফেয়ার বোর্ড এই ডেলিভারি কর্মীদের সামাজিক সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

Nabanna : কতদিনের মধ্যে পঞ্চায়েতের নয়া বোর্ড গঠন? নির্দেশিকা জারি নবান্নের
এক্ষেত্রে এই ডেলিভারি কর্মীদের এক নির্ধারিত পোর্টালে নাম তুলতে হবে। এরপর প্রস্তাবিত ওয়েলফেয়ার বোর্ড তাঁদের সামাজিক সুরক্ষার দিকটি খতিয়ে দেখবেন। এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অসংগঠিত শ্রমিক রয়েছে। তাঁদের সামাজিক সুরক্ষার দিকটি খতিয়ে দেখে রাজ্যের শ্রম দফতর। প্রায় এক কোটি ৬৯ লাখ মানুষ এই সুবিধাগুলি পেয়ে থাকেন।

উল্লেখ্য, কোভিড পরবর্তী সময়ে অনলাইন ডেলিভারির কাজের চাহিদা এবং গুরুত্ব বেড়েছে। যেহেতু সেই সময় অনলাইন অ্যাপগুলি বিপুল বাজার তৈরি করেছিল তাই এই কাজেও যুক্ত হয়েছিলেন বহু মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *