আজ শনিবার, অনেকেরই উইক এন্ড। আবার অনেকেই কাজের প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন। এই পরিস্থিতিতে আজকের শহরের হালহকিকৎ কেমন তা জানতে এই সময় ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল লালবাজার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, আজ এখনও পর্যন্ত শহরের যানচলাচল স্বাভাবিক রয়েছে। রাজনৈতিক কোনও মিটিং-মিছিলও এদিন নেই। তবে শহরের বেশকিছু জায়গা থেকে বের হবে ধর্মীয় মিছিল।
কোথায় কোথায় মিছিল?
এক্ষেত্রে বলে রাখা দরকার, আজ মহরম। সেক্ষেত্রে শহর কলকাতায় বের হবে বেশকিছু মিছিল বা শোভাযাত্রা। সেক্ষেত্রে একটি মিছিল বের হবে ১০ নম্বর পর্তুগিজ চার্চ স্ট্রিট থেকে। তারপর সেই মিছিল ব্রাবোর্ন রোড, ক্যানিং স্ট্রিট, রবীন্দ্র সরণী, বি বি গাঙ্গুলী স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, এম জি রোড হয়ে শিয়ালদা ফ্লাইওভারে পৌঁছবে। আরও একটি যোভাযাত্রা বের হওয়ার কথা জিয়া রোড থেকে। পাশাপাশি হরিশ স্ট্রিট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সেটি এন এস রোড, এপিসি রোড, শিয়ালদা ফ্লাইওভার, বেলেঘাটা মেইন রোড হয়ে যাবে। আবার আরও একটি শোভাযাত্রা বেগবাগান রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, সেভেন পয়েন্ট, পার্ক স্ট্রিট, এজেসি বোস রোড, মৌলালি হয়ে এগোবে। অন্য আর একটি শোভাযাত্রা রাজাবাজার, শিয়ালদা ফ্লাইওভারের দিক দিয়ে যাবে। এই ধরণের আরও বেশকিছু শোভাযাত্রা আজ বের হওয়ার কথা রয়েছে শহরজুড়ে। এই পরিস্থিতিতে দিনভর ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজ্যে চলছে বর্ষা। যখন তখন শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। সেক্ষেত্রে জল জমেও কোথাও কোথাও যানজট তৈরির আশঙ্কা এড়ানো যাচ্ছে না। যদিও সবক্ষেত্রেই যানজট মুক্ত করে শহরের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে সদা তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।