Kolkata Traffic Update Live : দিনভর কলকাতায় মহরমের একগুচ্ছ মিছিল-যানজটের আশঙ্কা, জানুন ট্রাফিক আপডেট – kolkata traffic police giving city traffic update on 29 july muharram 2023


রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা। প্রায় প্রতিদিনই কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি, এমনকী দূরবর্তী জেলা থেকেও শহরে আসেন হাজার হাজার মানুষ। থাকেন বহু নিত্যযাত্রীও। দিনভর শহর কলকাতর বিভিন্ন রাস্তায় থাকে জনজোয়ার। একইসঙ্গে রাস্তায় নামে সরকারি, বেসরকারি হাজার হাজার গাড়ি। কারণ শহরের পরিবহণ ব্যবস্থার একটা বড় অংশ নির্ভর করছে বাস-অটো-ট্যাক্সি বা ব্যক্তিগত যানবাহনের ওপর। যার জেরে বিভিন্ন জায়গায় তৈরি হয় যানজট। এছাড়াও ‘মিছিল নগরী’ কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির কারণেও অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে যানজট কাটিয়ে শহরের যান চলাচল রাখতে স্বাভাবিক রাখতে সদা তৎপর তাকে কলকাতা পুলিশ।

আজ শনিবার, অনেকেরই উইক এন্ড। আবার অনেকেই কাজের প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন। এই পরিস্থিতিতে আজকের শহরের হালহকিকৎ কেমন তা জানতে এই সময় ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল লালবাজার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, আজ এখনও পর্যন্ত শহরের যানচলাচল স্বাভাবিক রয়েছে। রাজনৈতিক কোনও মিটিং-মিছিলও এদিন নেই। তবে শহরের বেশকিছু জায়গা থেকে বের হবে ধর্মীয় মিছিল।

Muharram 2023 : রাত পোহালেই গোটা দেশে পালিত হবে মহরম, কলকাতায় কড়া নিরাপত্তা
কোথায় কোথায় মিছিল?

এক্ষেত্রে বলে রাখা দরকার, আজ মহরম। সেক্ষেত্রে শহর কলকাতায় বের হবে বেশকিছু মিছিল বা শোভাযাত্রা। সেক্ষেত্রে একটি মিছিল বের হবে ১০ নম্বর পর্তুগিজ চার্চ স্ট্রিট থেকে। তারপর সেই মিছিল ব্রাবোর্ন রোড, ক্যানিং স্ট্রিট, রবীন্দ্র সরণী, বি বি গাঙ্গুলী স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, এম জি রোড হয়ে শিয়ালদা ফ্লাইওভারে পৌঁছবে। আরও একটি যোভাযাত্রা বের হওয়ার কথা জিয়া রোড থেকে। পাশাপাশি হরিশ স্ট্রিট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সেটি এন এস রোড, এপিসি রোড, শিয়ালদা ফ্লাইওভার, বেলেঘাটা মেইন রোড হয়ে যাবে। আবার আরও একটি শোভাযাত্রা বেগবাগান রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, সেভেন পয়েন্ট, পার্ক স্ট্রিট, এজেসি বোস রোড, মৌলালি হয়ে এগোবে। অন্য আর একটি শোভাযাত্রা রাজাবাজার, শিয়ালদা ফ্লাইওভারের দিক দিয়ে যাবে। এই ধরণের আরও বেশকিছু শোভাযাত্রা আজ বের হওয়ার কথা রয়েছে শহরজুড়ে। এই পরিস্থিতিতে দিনভর ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজ্যে চলছে বর্ষা। যখন তখন শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। সেক্ষেত্রে জল জমেও কোথাও কোথাও যানজট তৈরির আশঙ্কা এড়ানো যাচ্ছে না। যদিও সবক্ষেত্রেই যানজট মুক্ত করে শহরের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে সদা তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *